মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
অনলাইনে স্মার্টফোন অর্ডার দিলেই আসত সাবান। এভাবেই প্রতারণা চক্র ছড়িয়ে পড়েছিল দিল্লিতে। দীর্ঘদিন তল্লাশি চালানোর পর এই প্রতারণা চক্রের হদিশ পেল দিল্লি পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার দিল্লির রোহিণী এলাকা থেকে ৫৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে ৪৬ জন মহিলা রয়েছেন। এছাড়াও, এদিন রোহিণী এলাকায় দুটি অফিসে অভিযান চালিয়ে ৬ টি কম্পিউটার, একটি বার কোড স্ক্যানার, পাঁচটি মোডেম এবং ৮৬টি স্মার্টফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি কলসেন্টার থেকে চলত এই প্রতারণার কাজ। শুধুমাত্র দিল্লি নয়, কল সেন্টারের মাধ্যমে রাজ্যের বাইরেও প্রতারণার জাল ছড়িয়েছিল অভিযুক্তরা। স্মার্টফোন ডেলিভারির নাম করে ক্রেতাদের কাছ থেকে টাকা তুলতেন কল সেন্টারের কর্মীরা।
ক্রেতাদের বিভিন্ন অফারের মাধ্যমে প্রলোভন দেখিয়ে ফোন করতেন প্রতারককারীরা। সীমিত সময়ের জন্য ১৮ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন মাত্র চার হাজার টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেতাদের এই ধরণের প্রলোভন দেখাতেন প্রতারকরা। তারপর ক্রেতা অনলাইনে সেই স্মার্টফোন অর্ডার করার পর ক্রেতার বাড়ি যখন পার্সেল পৌঁছত তখন দেখা যেত, তার মধ্যে রয়েছে সাবান, ওয়ালেট, বেল্টের মতো জিনিস।
আরও পড়ুনঃ অনুমোদন পেল না কোভ্যাক্সিন, আরও তথ্য চাইল WHO
প্রায়ই ক্রেতাদের তরফ থেকে এই ধরণের অভিযোগ আসত। তারপরই দিল্লির রোহিণী এলাকার দুটি কলসেন্টারের অফিসে অভিযান চালিয়ে ৫৩ জন গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয়েছে কম্পিউটার, মোডেম, স্মার্টফোন এবং বার কোড স্ক্যানার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584