নিউজ ফ্রন্ট ,মালদা: ভুয়ো ক্লিনিক খুলে রোগীদের প্রতারনা করার অভিযোগ উঠল মালদার ইংরেজবাজার শহরের এক ক্লিনিকের কতাদের বিরুদ্ধে।শুক্রবার চিকিৎসা করাতে আসা এক রোগীর কাছে রক্ত পরীক্ষার জন্য ১২০০ টাকা দাবী করার অভিযোগ।টাকা দিতে না পারায় রোগী ও তার অত্মীয়কে মারধোরের অভিযোগ।ঘটনার তদন্তে ইংরেজবাজার থানার পুলিশ।
মালদা শহরের প্রানকেন্দ্র ৩ নং গর্ভমেন্ট কলোনী এলাকায় প্রায় এক বছর ধরে চলছিল এই ক্লিনিক। সাধারন চিকিৎসা থেকে শিশু রোগ, প্রসূতি থেকে শল্য চিকিৎসা সহ প্রায় সমস্ত রোগের চিকিৎসা হয় এখানে। বিভিন্ন প্রকার সার্জারির বিশ্বস্ত প্রতিষ্ঠান বলে চোখে পড়ার মতো বোর্ডও ঝোলানো রয়েছে। প্রতিদিনই সকাল থেকে ভিড় জমাতেন দূরদুরান্তের রোগীরা।শুক্রবার চাঁচল থেকে চিকিৎসা করাতে আসে এক মহিলা রোগী। ক্লিনিকের সামনে কান্নাকাটি ও চিৎকার শুরু করে দেন। এরপরেই প্রকাশ্যে আসে ঘটনা। জানা যায় সামান্য রক্ত পরীক্ষার জন্য ক্লিনিক থেকে জোর করে ১২০০ টাকা আদায়ের চেষ্টা হয়। তা না দেওয়ায় জোটে মারধর। ওই মহিলা জানায়, চিকিৎসার জন্য তাঁরা এসেছিলেন মালদা মেডিক্যাল কলেজের বর্হিবিভাগে।কিন্তু শুক্রবার ছুটি থাকায় সেখানে ডাক্তার দেখাতে পারেননি। এরপরেই এক রিক্সোচালক ভাল চিকিৎসার কথা বলে তাঁদের এই ক্লিনিকে পৌচ্ছে দেন। ক্লিনিকের সামনে মহিলা রোগী ও পরিবারকে কাঁদতে দেখে এগিয়ে যান এলাকার যুবকেরা। খবর পেয়ে এলাকায় যান স্থানীয় কাউন্সিলার শিপ্রা রায়। বেগতিক দেখে ক্লিনিক খোলা রেখেই চম্পট দেয় চিকিৎসক ও কর্মীরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় ইংরেজবাজার থানার পুলিশ।এই বিষয়ে কাউন্সিলার শ্রিপ্রা রায় বলেন, এই ক্লিনিকে যেমস্ত চিকিৎক বসেন তাদের কোন বৈধ নথি নেয়।এরা জোর করে রোগীর আত্মীয়ের কাছে মোটা অংকের টাকা নিচ্ছে।আমরা পাড়ায় এমমটা চলতে দিবনা।বিষয়টি পুলিশকে জানিয়েছি। তদন্তকারী পুলিশ আফিসার বলেন, রোগীর আত্মীয়দের মারধোরের খবর পেয়ে এখানে এসেছি।ঘটনায় অভিযোগ দায়ের হলে তদন্ত করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584