শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে কুরুচিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিকাশরঞ্জনবাবু। তার ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই পরিকল্পনা করে এই কাজ করা হয়েছে বলে অভিযোগ তাঁর।
জানা গিয়েছে, সম্প্রতি বিকাশরঞ্জন ভট্টাচার্যের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেশ কিছু কুরুচিকর পোস্ট করা হয়। যার মধ্যে ছিল ‘গরু’ সংক্রান্ত পোস্টও। বিষয়টি ক্রমশ নজরে আসে বাম নেতা-কর্মী ও বিকাশ রঞ্জন বাবুরও।
আরও পড়ুনঃ তৃণমূল জমানায় ৯০ শতাংশ দুর্নীতিই নিয়ন্ত্রণে! সাফাই মুখ্যমন্ত্রীর
এরপরই তিনি সরাসরি অভিযোগ করেন, ভুয়ো অ্যাকাউন্ট খুলে কুরুচিপূর্ণ পোস্টের পিছনে রয়েছে বিজেপির মস্তিষ্ক। বিধানসভা ভোটের আগে ইচ্ছাকৃতভাবে তার ভাবমূর্তি কলঙ্কিত করা হচ্ছে এলাকাবাসীর সামনে। এরপরই যাদবপুর থানায় গোটা বিষয়টি জানিয়ে অজ্ঞাত পরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রাক্তন মেয়র। পুলিশের তরফে বিষয়টি জানানো হয় ফেসবুক কর্তৃপক্ষকেও।
সূত্রের খবর, অভিযোগ পাওয়া মাত্রই ভুয়ো অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে ফেসবুক। পুলিশের তরফে জানানো হয়েছে, কারা এর পিছনে জড়িয়ে তাঁদের সন্ধান চলছে। তবে এই ঘটনায় তাদের কোনো যোগ নেই বা তাদের কোনো দলীয় কর্মী এ কাজ করেননি, এমনটাই দাবি বিজেপির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584