নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
খোদ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নজরে আসতেই সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকে সচেতন করতে ‘বিশেষ বার্তা’ পোস্ট করেছেন পুলিশ সুপার সুমিত কুমার।
পাশাপাশি, ভুয়ো অ্যাকাউন্টটি ব্লক করার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে আবেদন পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। ঘটনার সাথে যুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম বিভাগ। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন।
আরও পড়ুনঃ নারদ কাণ্ডে ফের মুকুল রায়কে নোটিশ পাঠাল ইডি
সেখানে তিনি লেখেন, তার নামে একটি ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলে বন্ধুদের কাছে টাকা চাওয়া হচ্ছে। কেউ এই ফাঁদে যেন পা না দেন। এ ব্যাপারে সকলকে সতর্ক করেন তিনি৷ এদিকে খোদ পুলিশ সুপারের নামে ভুয়ো অ্যাকাউন্টের খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের পুলিশ মহলে।
সাইবার ক্রাইম বিভাগ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে ভুয়ো প্রোফাইলটি বন্ধ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে বলে খবর। পুলিশ সুপার সুমিত কুমার বলেন, সম্পূর্ণ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584