বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
রেলওয় প্রটেকশন পুলিশ ফোর্সের চাকরির জন্য চাকুরী প্রার্থীর স্থানে অন্য ব্যক্তিকে পরীক্ষা দিতে পাঠিয়ে পুলিশের হাতে গ্রেফতার এক যুবক।ধৃতের নাম অখিলেশ কুমার মন্ডল।সে ঝাড়খন্ডের বাসিন্দা।জানা গিয়েছে শুক্রবার ছিল রেলওয়ে প্রটেকশন পুলিশ ফোর্সের নিয়োগের পরীক্ষা। শিলিগুড়ির এনজেপি এলাকায় আরপিএফের কার্যালয়েই চলছিল নিয়োগের পরীক্ষা।সেই সময় এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় আর পি এফের কর্তব্যরত আধিকারিকের।
ওই পরীক্ষার্থীর সচিত্র পরিচয় পত্র দেখতে চান কর্তব্যরত আধিকারিক।এরপরেই বেরিয়ে আসে আসল তথ্য। পরীক্ষা দেবার কথা নিতেশ কুমারের কিন্তু পরিচয় পত্রের মধ্যে নাম আছে অখিলেশ কুমার মন্ডল।এরপর তড়িঘড়ি খবর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ গিয়ে অখিলেশ কুমার মন্ডলকে গ্রেফতার করে।অপরদিকে জানা গিয়েছে যে অখিলেশ কুমার মন্ডলের বাড়ি ঝাড়খন্ডে।
আরও পড়ুনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনের দিনে ধৃত জাল চক্রের পান্ডা
অখিলেশ আসল পরীক্ষার্থী নিতেশ কুমারের বাড়ি মুজাফফরপুরে।এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে ধৃতের কাছ থেকে জানা গেছে যে নিতেশ কুমার পরীক্ষার বদলে সে পরীক্ষা দিতে এসেছে।তবে কেন আসল পরীক্ষার্থীর জায়গায় পরীক্ষা দিতে এল তা জানা চেষ্টা করছে পুলিশ।তার পাশাপাশি নিতেশ কুমারের খোঁজ শুরু করেছে।ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584