সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের জেরে মুরগির মাংস বিক্রয়ে ভাটা

0
609

সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ

সোশ্যাল মিডিয়া জুড়ে কখনো মরফিন ভাইরাস, কখনো করোনা ভাইরাস ইত্যাদি দ্বারা আক্রান্ত হচ্ছে মুরগিরা এমন প্রচারে আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের বাসিন্দাদের মধ্যে।

chicken | newsfront.co
প্রতীকী চিত্র

রোগগ্রস্ত কোন মুরগির ছবি দিয়ে মুরগির মাংস খেতে নিষেধ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া হচ্ছে। তার জেরেই মুরগির মাংসের বাজার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মত পশ্চিম বর্ধমান জেলার মুরগির মাংস ব্যবসায়ীদের।

আরও পড়ুনঃ ভস্মীভূত গঙ্গারাম চা বাগান, চাঞ্চল্য

যদিও মুরগির মাংসের দোকানে খরিদ্দার না থাকলেও খাসির মাংসের দোকানে ভিড়। প্রায় তিন-চার গুণ বেশি দাম দিয়ে খাসির মাংস ক্রেতারা কিনছেন। কিন্তু আগ্রহ দেখাচ্ছেন না মুরগির মাংসের প্রতি।

মুরগির মাংসের ক্রেতা জয়ন্ত দাস বলেন, চারিদিকে যা সব ম্যাসেজ দেখছি তাতে দেখছি মুরগিতে ভাইরাস ছড়িয়েছে। গুজব না সত্যি জানিনা কিন্তু জেচে বিপদ কে ডাকতে চায়। তাই সতর্ক হয়ে মুরগির মাংস খাওয়া বন্ধ করেছি। বেশি দাম হলেও পরিমাণে কম কিনেই খাসির মাংস খাচ্ছি।

এক মুরগি বিক্রেতা বলেন, গত কয়েকদিন ধরে বিক্রি একদম তলানিতে এসে ঠেকেছে। সংসার কিভাবে চালাবো তার চিন্তায় এখন বেশি করে হচ্ছে। জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু বলেন, এ বিষয়ে সচেতনতা প্রচার চালানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here