মালদহে উদ্ধার জাল নোট, ধৃত ২ পাচারকারী

0
34

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ

ফের জালনোট সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল মালদা জেলার মোথাবাড়ি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০ লক্ষ টাকার জাল নোট। শুক্রবার দুপুরে কালিয়াচকের সুজাপুর থেকে ধৃতদের গ্রেফতার করে পুলিশ।

Fake notes recovered in Malda
উদ্ধার হওয়া জাল নোট। নিজস্ব চিত্র

গোপন সুত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ হানা দেয় কালিয়াচকের সুজাপুর এলাকায়। সন্দেহজনক দুই যুবককে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করে দুই প্যাকেট জালনোট। খবরের কাগজে মোড়ানো দুটি প্যাকেটে প্রায় ২০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়।

Fake notes recovered in Malda
নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হল সালিম মিজ্ঞা(২২) ও সাকিম মিজ্ঞা(৩২)। তাদের বাড়ি কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির শ্মশানি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার জাল নোট গুলি বাংলাদেশ থেকে মালদায় পৌঁছায়। বিনিময়ে তাদের নারকোটিক ড্রাগ দেওয়া হয়েছিল। সীমান্তে ছুঁড়ে তার বেড়া পার করে পাচারকারীরা। শনিবার ধৃত দুই জনকে মালদা জেলা আদালতে পেশ করবে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here