কেন্দ্রীয় ভুয়ো ভিজিল্যান্স অফিসার আটক মুর্শিদাবাদে

0
89

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

কেন্দ্রীয় ভুয়ো ভিজিল্যান্স অফিসার ধরা পড়ল মুর্শিদাবাদে। জানা গেছে ধৃত ওই ভুয়ো অফিসারের নাম সেখ আরিফুল (২৭)। উত্তর ২৪ পরগনার বাসিন্দা ধৃত ওই ভুয়ো অফিসার।

Fake vigilance officer
সেখ আরিফুল, ধৃত ওই ভুয়ো অফিসার। নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন আগে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ এলাকায় আসেন ওই ব্যক্তি। সেখানে এসে এক পল্লী( হাতুড়ি) চিকিৎসকের সাথে তার পরিচয় হয় এবং ওই অফিসার ভিজিল্যান্সের ভুয়ো কাগজ পত্র দেখিয়ে বলে আপনাকে ৫ লক্ষ টাকা দিতে হবে না হলে আপনার বিরুদ্ধে কেস করা হবে। চিকিৎসক ওই অফিসারকে বলেন, আগামী ২৮ শে সেপ্টেম্বর আপনি আসবেন সেদিন আপনাকে ৫ লক্ষ টাকা দেব।

Doulatabad PS
নিজস্ব চিত্র

এরপর গোপন সূত্রে ঘটনার খবর পায় দৌলতাবাদ থানার পুলিশ। তারপর মঙ্গলবার ভুয়ো ওই অফিসার টাকা নিতে আসলে গভীর রাত্রে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ টানা বৃষ্টির মধ্যে ভোররাতে কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

ঘটনার সঙ্গে জড়িত এলাকার আরও এক ব্যক্তি পলাতক বলে জানিয়েছে পুলিশ। ধৃতকে আজ বহরমপুর জেলা জজ আদালতে তোলা হলে, পুলিশ ৭ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here