সমীর দাস, উত্তর ২৪ পরগনাঃ
ভিজিলেন্স অফিসার সেজে দেড় লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল বিএসএফ-এর ১২ নম্বর ব্যাটালিয়নের বাপি দত্তকে। অভিযুক্তর বাড়ি গোবরডাঙ্গা থানা খাটুরা রঘুনাথপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, হাবরা কামারথুবা নবপল্লী এলাকার বাসিন্দা নারায়ণ সাহা হাবরা অটো ম্যাক্স গাড়ি ইউনিয়নের স্টার। দিন দশেক আগে বাপি দত্ত ভিজিলেন্স অফিসার সেজে এসে নারায়ণ সাহাকে বলে এই এলাকায় যে গাড়িগুলো চলছে তার কোনও কাগজপত্র নেই। তাই গাড়ি গুলিকে আমি সিজ করব। এরপর নারায়ণ বাবুর থেকে দেড় লক্ষ টাকা নেয় অভিযুক্ত বাপি।
নারায়ণ বাবু গাড়ির কাগজপত্র ঠিক করার জন্য কী করণীয় জানতে চাওয়ায়, অভিযুক্ত বাপি আরও ১ লক্ষ টাকার বিনিময়ে কাগজ ঠিক হবে বলে জানায়।এরপর সন্দেহ হওয়ায়, হাবরাতে এক লক্ষ টাকা দেওয়ার নাম করে ডেকে অভিযুক্তকে পুলিশের হাতে ধরিয়ে দেন নারায়ণ বাবু।
আরও পড়ুনঃ বিধায়ককে মারধর, ঘটনার প্রতিবাদে অবরোধ তৃণমূলের
সূত্রের খবর, গত ২৮ তারিখ হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। হাবরা থানার পুলিশ বারাসাত আদালতে তিন দিনের পুলিশি হেফাজতে অভিযুক্তকে নিয়ে আসে।
সোমবার বিএসএফ-এর ১২ নম্বর ব্যাটেলিয়নের অফিসাররা এসে অভিযুক্তকে তাদের প্রেয়ারে নেওয়ার জন্য বারাসাত আদালতে আবেদন করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584