ভবানীপুরে ভুয়ো ভোটার ঘিরে উত্তেজনা, বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে

0
72

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

খালসা হাই স্কুলে ভুয়ো ভোটার ঘিরে উত্তেজনা ছড়ালো ভবানীপুরে। গেরুয়া শিবিরের অভিযোগ ভোটকেন্দ্রে ঢুকে ভোট দিতে যাচ্ছিলেন এক যুবক, তাঁকে দেখে সন্দেহ হওয়ায় পরিচয় পত্র দেখতে চান তাঁরা। কিন্তু কোন বৈধ পরিচয় পত্র দেখাতে পারেননি ওই যুবক, দাবি বিজেপির। গেরুয়া শিবিরের দাবি ওই যুবককে পাঠানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তবে এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ।

Bhawanipur candidate Priyanka Tibrewal

এই ভুয়ো ভোটার অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের পাল্টা দাবি অকারণে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। তৃণমূল শিবির সূত্রে বলা হয়েছে অভিযুক্ত ওই যুবকের কাছে বৈধ পরিচয়পত্র ছিল কিন্তু ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র পরিস্থিতি উত্তপ্ত করার জন্যেই এই ঘটনা ঘটিয়েছে বিজেপি।

এই ঘটনায় তৃণমূল পালটা অভিযোগের আঙুল তুলেছে বিজেপির দিকে। ঘাসফুল শিবিরের অভিযোগ, বিজেপি অকারণে উত্তেজনা ছড়াচ্ছে। তৃণমূলের দাবি, অভিযুক্ত যুবকের কাছে বৈধ নথি ছিল। তারপরও ইচ্ছা করে পরিস্থিতি উত্তপ্ত করতেই এই ঘটনা ঘটায় বিজেপি।

আরও পড়ুনঃ মদন কোথায়! বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার দাবি বুথ দখলের, এজেন্টের দাবি মদন ঘুমোচ্ছেন

এছাড়াও ৭০ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠায় সে বিষয়ে রিপোর্ট চাইলো নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসারকে পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ভবানীপুর কেন্দ্রের ২৩টি বুথ থেকে ৪১টি অভিযোগ গিয়েছে নির্বাচন কমিশনের কাছে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here