ফালাকাটায় আয়োজিত হল গ্রামীণ চিকিৎসকদের কর্মশালা

0
73

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

health center | newsfront.co
নিজস্ব চিত্র

ফালাকাটা টাউন ক্লাবে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন রুরাল মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশনের ফালাকাটা ব্লক ও মাদারিহাট বীরপাড়া ব্লকের কর্মশালা অনুষ্ঠিত হল শুক্রবার। এদিন পতাকা উত্তোলন ও ডঃ নর্মান বেথুনের প্রতিকৃতিতে মাল‍্যদান করে কর্মশালার সূচনা হয়।

medical camp | newsfront.co
নিজস্ব চিত্র

সংগঠনের রাজ‍্য সহ সাধারণ সম্পাদক বিপ্লব মল্লিক জানান,”দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ির পানবাড়ি রুরাল লাইব্রেরি পর্যন্ত ৩১শে জানুয়ারি থেকে বাইক র‍্যালির মাধ্যমে মহা জনসংযোগ অভিযান শুরু হয়। এই অভিযানের সাথে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার গ্রামীণ চিকিৎসকদের সাংগঠনিক কর্মশালা চলছে।এরই অঙ্গ হিসেবে আজকে সংশ্লিষ্ট দুই ব্লকের গ্রামীণ চিকিৎসকদের নিয়ে এই সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হল।

আরও পড়ুনঃ হলদিয়া পুরসভার নতুন চেয়ারম্যান সুধাংশু মন্ডল

মূলত গ্রামীণ চিকিৎসকদের বর্তমান সমস্যা, রুরাল মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র এবং আমাদের প্রশিক্ষণের জন্য যে স্কুল রয়েছে চলমান ডঃ নর্মান বেথুন, সেই স্কুলের পাঠ‍্যসূচি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় গুলি আলোচনা করা হল।” এদিনের সাংগঠনিক কর্মশালায় উপস্থিত ছিলেন রুরাল মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশনের রাজ‍্য কমিটির সদস্য বিপ্লব মান্না, নূরবক্ত বসুনিয়া, জলপাইগুড়ির জেলা সভাপতি দীলিপ দাস, আলিপুরদুয়ার জেলা প্রশিক্ষক প্রনব ভৌমিক, ফালাকাটা ব্লক সভাপতি অরুণ বর্ধন প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here