হলদিয়া পুরসভার নতুন চেয়ারম্যান সুধাংশু মন্ডল

0
210

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বহু টালমাটালের অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন সুধাংশু মন্ডল। এদিন এলাকায় সুপরিচিত বর্ষীয়ান তৃণমূল নেতা সুধাংশু মন্ডল হলদিয়া পুরসভার চেয়ারম্যান নিযুক্ত হলেন এবং শপথ গ্রহণ করলেন ।

new chairman sudhanshu mondal | newsfront.co
নব নিযুক্ত চেয়ারম্যান ৷ নিজস্ব চিত্র

হলদিয়ার মহকুমাশাসক অনিকেত পুনিয়া নব্য হলদিয়া পুরসভার চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। টান টান উত্তেজনার মধ্য দিয়ে হলদিয়া পুরসভার চেয়ারম্যান নিযুক্ত হলেন তিনি। যদিও পুরসভার কাউন্সিলরদের মধ্যে একাংশ ,নাম প্রকাশে অনিচ্ছুক ,নির্বাচিত ব্যক্তিকে হলদিয়া পুরসভার চেয়ারম্যান বলে মেনে নিতে পারেননি।

oath taking ceremony | newsfront.co
শপথ গ্রহণ অনুষ্ঠান ৷ নিজস্ব চিত্র

হলদিয়া পুরসভার ২৯ জন কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর। যার মধ্যে ৪জন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে । প্রসঙ্গত গত ১৫ ই জানুয়ারি হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক তার পদ থেকে ইস্তফা দেন।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদ বিধানসভায় শাওনিকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব

আজ নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে সুধাংশু মন্ডল বলেন, আর সময় হাতে নেই সামনে নির্বাচন তাই যেসব এলাকায় কিছু সমস্যা রয়েছে সে দিকগুলির ওপর নজর রাখতে হবে, পাশাপাশি বহু এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here