মুর্শিদাবাদ বিধানসভায় শাওনিকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব

0
429

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়ক শাওনি সিংহ রায়কে সরিয়ে স্থানীয় প্রার্থীর দাবিতে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সীর কাছে লিখিত আবেদন জমা দেওয়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল । মুখ্যমন্ত্রীর নির্দেশে বসা কোর কমিটির বৈঠকেও বিবাদের নিষ্পত্তি হয়নি।

shaoni singha roy | newsfront.co
সাংবাদিক সম্মেলনে শাওনি সিংহ রায়। নিজস্ব চিত্র

মঙ্গলবার ঐ বিধানসভা এলাকার দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, দুই পুরবোর্ডের প্রশাসক ও বিধানসভা ক্ষেত্রের একাধিক পঞ্চায়েত প্রধান, সদস্য সহ নির্বাচিত জনপ্রতিনিধিরা কোর কমিটর ৬ সদস্যকে পুনরায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

আরও পড়ুনঃ বিভিন্ন দাবিতে বালুরঘাটে এবিটিএ-র ডেপুটেশন

আবেদনকারীদের দাবি, ঐ বিধায়ক নানান দূর্নীতির সাথে জড়িয়ে। একই সাথে কুখ্যাত এক গাঁজা পাচারকারীর সাথে বিধায়কের বিভিন্ন কর্মসূচিতে সামিল হওয়ার ছবিও তুলে দেন তারা। এই ঘটনার পরই পরই বিধায়ক শাওনি সিংহ রায় আজ মুখ্যমন্ত্রী ও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে পালটা অভিযোগ করেন যে আবেদনকারীরা নিজেদের স্বার্থে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছেন।

উল্লেখ্য জন্মসূত্রে কলকাতার মেয়ে শাওনি বৈবাহিক সূত্রে মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা হলেও কংগ্রেসের টিকিটে দু’বার মুর্শিদাবাদ কেন্দ্র থেকে জয়ী হন। পরে তিনি প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here