পুজোর জন্য পুরোহিতকে টানাহেঁচড়া, ভাইরাল ভিডিও

0
56

মনিরুল হক, কোচবিহারঃ

আজ সরস্বতী পূজা। এই দিনে প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং ঘরে ঘরে সরস্বতী পুজো হয়। কিন্তু সকাল থেকেই উদ্যোক্তারা পুরোহিতের অপেক্ষায় থাকতে থাকতে যখন ধৈর্য হারা হয়ে পড়েছে। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল এক পুরোহিত তাকে এক প্রকার হাইজ্যাক করে শুরু হয় টানাহেঁচড়া। কে কার পুজো প্যান্ডেলে নিয়ে যাবেন পুরোহিত মশাইকে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

টানাহেঁচড়া। নিজস্ব চিত্র

এমনই আজব ঘটনা ঘটলো মাথাভাঙা শহরে। পুজো উদ্যোক্তা ও পুরোহিতের এই নাজেহাল অবস্থা দেখে মাথাভাঙার জনসাধারণ একপ্রকার হতভম্ব হয়ে পড়েছেন।

এদিন এবিষয়ে পুরোহিত সন্তোষ বাগচি জানান, এত পুজো কোথায় আগে গিয়ে পুজোর কাজ শেষ করব তা ভেবে পাচ্ছি না মাথা ঘুরে যাচ্ছে। সকলেই বলছে আমারটা আগে করতে হবে। তাই নিজে কথা দিয়েও কথা রাখতে পারছিনা। বাধ্য হয়ে এক পুজো উদ্যোক্তারা আমাকে টেনে হিঁচড়ে তাদের পুজো প্যান্ডেলে নিয়ে গিয়ে পুজো করান।

পুজো উদ্যোক্তারা বলেন, আজকে পুরোহিতের আকাল পড়েছে, কয়েকজন পুরোহিতকে বলেছি কেউ সময় মতো আসছে না। উপস থাকতে থাকতে অঞ্জলি দিতে পারছি না। তাই বাধ্য হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই পুরোহিত মশাই। অনিচ্ছাকৃত হলেও তাকে পুজো প্যান্ডেলে নিয়ে এসে পূজা-অর্চনা শুরু করলাম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here