নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা মোকাবেলায় এবার আরও কঠোর পদক্ষেপ নিল আলিপুরদুয়ার জেলার পুলিশ প্রশাসন। জানা যায় এখন থেকে পাশ্ববর্তী জেলার বাসিন্দারা কোনও ভাবেই যাতে আলিপুরদুয়ারে বিনা থার্মাল স্ক্রিনিংয়ে প্রবেশ করতে না পারেন, তা নিশ্চিত করতে মঙ্গলবার ফালাকাটার দুলাল দোকান এলাকা তথা কোচবিহার জেলার সীমানায় একটি পূর্ণাঙ্গ থার্মাল স্ক্রিনিং সেন্টার ও পুলিশ চৌকির উদ্বোধন করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা।
আরও পড়ুনঃ গ্রীষ্মকালীন রক্তের চাহিদা পূরণে রক্তদান শিবির ব্লক-জেলা প্রশাসনের
‘ফালাকাটা জন জাগরণ মঞ্চ’ নামের একটি সংস্থা ওই থার্মাল স্ক্রিনিং সেন্টার ও পুলিশ চৌকি তৈরিতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে এই মঞ্চকে অভিনন্দন জানানো হয়েছে।
তবে পুলিশের পরিসংখ্যান অনুসারে এই লকডাউনের সময়েও কোচবিহার জেলার বহু মানুষ নানান কাজে আলিপুরদুয়ারের এই ফালাকাটায় আসেন। কিন্তু পুলিশি নাকা ছাড়া কোনও ভাবেই ওই মানুষদের চিহ্নিত করা যাচ্ছিল না। যদিও এখন ওই স্ক্রিনিং সেন্টার তৈরি হওয়ায়, ওই কাজ অনেক সহজ হবে বলে আশাবাদী পুলিশ মহলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584