নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
চিকিৎসায় গুরুত্বপূর্ণ একটি সরঞ্জাম হল অক্সিজেন সিলিন্ডার। এলাকাবাসীর স্বার্থে রবিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অক্সিজেন পরিষেবা চালু করল ফালাকাটা উদয় সংঘ ক্লাব। ওই ক্লাবের উদ্যোগে ৫ টি অক্সিজেন সিলিন্ডার ক্লাব কক্ষ থেকে পরিষেবা দেওয়া হবে, প্রয়োজন অনুযায়ী সকল মানুষকে বলে জানাযায়।
দুঃস্থ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা টি দিতে বদ্ধপরিকর ফালাকাটা উদয় সংঘ ক্লাব। জানা গিয়েছে, ‘ফালাকাটা উদয় সংঘ ক্লাব’ বছরভর নানা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে।
আরও পড়ুনঃ মন্দিরবাজার এলাকায় দাদার অনুগামী লেখা পোস্টার, জল্পনা
অতিমারীর দুঃসময়েও কর্তব্যে অনড় ছিল ফালাকাটার এই ক্লাবটি। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষকে সহায়তা দিতেই তাদের এই উদ্যোগ। দুঃস্থ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা।
আরও পড়ুনঃ ডোমকলে এক কর্মীসভায় নাম না করে অধীরকে আক্রমণ মীম নেতার
ফালাকাটা উদয় সংঘ ক্লাবের অনন্য এই প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন এলাকাবাসী। এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার চন্দন ঘোষ সহ ক্লাব কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584