হরষিত সিংহ,মালদহঃ
টাকার বিনিময়ে প্রতিবেশির আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হল স্কুল পড়ুয়ার। মঙ্গলবার বিকেলে মালদহ জেলার হবিবপুর থানার আগ্রা হরিশ্চন্দ্রপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় শোকের ছায়া পরিবারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সুদেব চৌধুরী(১৩)। বাবা পরশুরাম চৌধুরি। সে মানিকোরা হাই স্কুলে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করত। স্থানীয় ও পরিবার সুত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে প্রতিবেশি লিটন মন্ডল তাকে ৫০ টাকার বিনিময়ে গাছে আম পাড়তে ওঠায়। আম পারার সময় পা পিছলে গাছ থেকে নিচে পড়ে যায় সুদেব। পরিবারের লোকের অভিযোগ, সুদেবকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি প্রাইমারি স্কুল চত্বরে ফেলে পালিয়ে যায় লিটন মন্ডল। পরে পরিবারের লোকেরা জানতে পেরে তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিছুক্ষণ চিকিৎসা চলার পর গভীর রাতে মৃত্যু হয় ওই ছাত্রের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584