সমুদ্রগড়ে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

0
220

শ্যামল রায়,কালনাঃ
ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে মারাত্মকভাবে জখম এক যুবকের মৃত্যু হল।রবিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে সমুদ্রগড় রেলস্টেশন প্লাটফর্মে।জিআরপি সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম বাপ্পা ঘোষ(২৭)।

Fall from train youth  died
নিজস্ব চিত্র

বাড়ি নবদ্বীপ থানার বাহির চড়া গ্রামে।মৃত দেহটি সোমবার কালনা মহকুমা হাসপাতালে ময়না তদন্ত হয়েছে।মৃত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে যে বাপ্পা ঘোষ কলকাতায় একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত ছিল।রবিবার বাড়ি আসছিল সে।শিয়ালদা রেল স্টেশন থেকে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফেরার সময় সমুদ্রগরে ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে যে সমুদ্রগড় রেল স্টেশনে ট্রেন প্রবেশের মুখে গতি কমিয়ে দিয়েছিল।বাপ্পা ঘোষ ভেবেছিল গতি কমে যাওয়ায় সে ট্রেন থেকে নেমে তাড়াতাড়ি নৌকা পার হয়ে বাড়ি যেতে পারবে।ট্রেন থেকে লাফ দিয়ে নামার সময় এই দুর্ঘটনাটি ঘটে।পরিবারের তরফ এ অভিযোগ করা হয়েছে যে দীর্ঘ সময় ধরে প্লাটফর্মে পড়ে থাকলেও ট্রেন স্টেশনের কর্মকর্তা ও রেলের পুলিশের তরফ থেকে ওই আহত বাপ্পাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হইনি তাই মৃত্যু ঘটেছে বাপ্পার।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু

আরো জানা গিয়েছে যে বাপ্পা দু’বছর আগেই বিবাহ করেছে।বাড়িতে রয়েছে বাবা মা। সংসারে একমাত্র উপার্জনশীল বলতে বাপ্পা ঘোষ ছিল।এই দুর্ঘটনার পর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পরিবারের লোকেরা।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here