সুদীপ পাল,বর্ধমানঃ
তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) আশ্রিত দুষ্কৃতীরা কলেজের দাপিয়ে বেড়াচ্ছে এই অভিযোগে পূর্ব বর্ধমানের গলসি কলেজে বিক্ষোভ অবস্থান কর্মসূচি নিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে টিএমসিপি।
এবিভিপি পার্থ ঘোষ বলেন, বহিরাগতদের কলেজে প্রবেশ নিষেধ সত্বেও নিয়মিতভাবে বহিরাগতরা কলেজে প্রবেশ করছে। পঠন-পাঠন প্রক্রিয়ায় বাধা দান করছে। অনলাইনে কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করা সহ ১৪ দফা দাবিতে কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানা যায়। অধ্যক্ষ সমস্ত দাবি বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে মত তাঁদের।
অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ টিএমসিপি নেতা অমিতাভ সাঁই।তাঁর বক্তব্য, সংগঠনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে এবিভিপি।
আরও পড়ুনঃ ২১ জুলাই প্রস্তুতিতে জনসংযোগের আহ্বান
কিন্তু কেন এই মিথ্যা অভিযোগ?তার উত্তরে অমিতাভবাবুর বক্তব্য, কলেজে নিজেদের অস্তিত্ব জানান দিতেই এই স্মারকলিপি প্রদান এবং মিথ্যে অভিযোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584