বোনাস দেওয়ার নাম করে মিথ্যে প্রতিশ্রুতি, ক্ষোভে ফুঁসছে চা বাগান শ্রমিকরা

0
81

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:

কুমারগ্রাম ব্লকের তুরতুরি চা বাগান নিয়ে শ্রম বিভাগের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকে কোনও সমাধানসূত্র মিলল না। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ‘ডুয়ার্সকন্যায়’ সহকারি শ্রম কমিশনারের অফিসে ওই বৈঠক ডাকা হয়েছিল। উপস্থিত ছিলেন শ্রম বিভাগের আধিকারিক, বাগানের মলিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের নেতারা।

False promises about bonus | newsfront.co
ফাইল চিত্র

জানা গিয়েছে, শ্রমিক সংগঠনের নেতৃত্বরা বকেয়া বোনাসের পুরো অংশ মিটিয়ে দেওয়ার জন্য দাবি জানায়। তবে মালিকপক্ষ একবারে বোনাসের পুরো অংশ মিটিয়ে দিতে রাজি হয়নি। তারা জানিয়েছে, ভাগে ভাগে বোনাস দেওয়া হবে। ফলে এ দিনের বৈঠক সফল হয়নি।

False promises about bonus | newsfront.co
তুরতুরি চা বাগান। ফাইল চিত্র

উল্লেখ্য, মঙ্গলবার রাতে তুরতুরি চা বাগানের ম্যানেজার বাগান ছেড়ে চলে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য ওই বাগান বন্ধ হয়ে যায়। কালীপুজোর আগে কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ার ফলে বিপাকে পড়েছে বাগানের ৫০১ জন শ্রমিক।

False promises about bonus | newsfront.co
চা বাগান ফ্যাক্টরি। ফাইল চিত্র

আরও পড়ুনঃ ঘাটালে জীবনের ঝুঁকি নিয়ে চলছে নিত্যদিনের ব্যবসা

জানা গিয়েছে, আইনশৃঙ্খলা অবনতির কারণ দেখিয়ে মঙ্গলবার রাতের দিকে কর্তৃপক্ষ বাগান ছাড়ে। কালীপুজোর আগে বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মালিকপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় ক্ষোভে ফুঁসছে শ্রমিকরা।

এদিকে আলিপুরদুয়ারের সহকারী শ্রম কমিশনার ঋত্বিক মুখোপাধ্যায় জানান, “আগামী ৩১ অক্টোবর তুরতুরি চা বাগান নিয়ে ডুয়ার্সকন্যায় ফের ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here