কেশিয়াড়িতে বিপর্যয় মোকাবিলার প্রাথমিক প্রশিক্ষণ “ফ্যামেক্স”

0
106

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Famex training for prevent Disaster at keshiyari
নিজস্ব চিত্র

কিভাবে করতে হবে প্রাথমিক চিকিৎসা-কিভাবে উদ্ধার করতে হবে বিপদ থেকে-প্রাথমিকভাবে কি সিদ্ধান্ত নেবে ছাত্রসমাজ?-এই সবেরই প্রশিক্ষণ “ফ্যামেক্স” শুরু হলো কেশিয়াড়ি ব্লকে।ইন ডি আর এফ এবং কেশিয়াড়ি ব্লক প্রশাসনের উদ্যোগে রবীন্দ্র ভবনে ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং কলেজ পড়ুয়াদের নিয়ে এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

Famex training for prevent Disaster at keshiyari
নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন কেশিয়াড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক,ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ হরিণঘাটা ২ নং এন ডি আর এফ এর আধিকারিকরা।এই দিন অডিও ভিজুয়াল এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ভাবে সমস্যা থেকে উদ্ধারের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।এই বিশেষ প্রশিক্ষণ পেয়ে খুশি কলেজ ছাত্রছাত্রী থেকে বিদ্যালয়ের পড়ুয়ারা।

Famex training for prevent Disaster at keshiyari
নিজস্ব চিত্র

কেশিয়াড়ি গভ. ডিগ্রী কলেজের ছাত্র স্নেহাশীষ খাটুয়া জানিয়েছে-“কোথাও বোম বিস্ফোরণ,কিংবা প্রবল বন্যা বা আগুন লাগা থেকে কিভাবে প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষদের বাঁচানো যায়,কিংবা প্রাথমিক চিকিৎসা কিভাবে হবে এই সবের প্রশিক্ষণ হয় আজকে।এই প্রশিক্ষণ পেয়ে আমাদের ভবিষ্যৎ জীবনে সাধারণ মানুষের সহায়তায় সাহায্য করবে।”

আরও পড়ুনঃ বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের প্রশিক্ষণ শিবির

 

Famex training for prevent Disaster at keshiyari
নিজস্ব চিত্র

উদ্ধারকাজের এই বিশেষ প্রশিক্ষণ পেয়ে খুশি সকলে।ব্লক প্রশাসন এবং উদ্যোক্তা কে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশেষ ব্যক্তিরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here