নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আনিসের পরে আমতার-ই আরেক যুবক মেহেরাব আলির মৃত্যুতেও অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মেহেরাবের মৃত্যুতে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর বাবা। অভিযোগ পুলিশি নিষ্ক্রিয়তার। আনিসের পরিবারকে দেখেই কি সাহস পেলেন মেহেরাবের পরিবার!
মেহেরাবের বাবার অভিযোগ, গত ২৩ ফেব্রুয়ারি বাড়ি থেকে মেহেরাবকে ডেকে নিয়ে গিয়েছিলেন এলাকার বেশ কয়েকজন। তাঁর অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল পার্টি অফিসের ছাদে জোর করে বোমা বানানোর কাজে লাগানো হয় মেহরাবকে। বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় মেহরাব আলির। বোমা বিস্ফোরণে নিহত মেহেরাবের মৃত্যু নিয়ে থানায় অভিযোগ জানানো হলে পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলেই অভিযোগ তুলেছেন মেহেরাবের পরিবার।
আরও পড়ুনঃ ফেসবুক, টুইটারে নিষেধাজ্ঞা মস্কোর, সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হল অভিযোগ মেটা-র
মেহেরাবের পরিবারের অভিযোগ পুলিশ এই ঘটনায় কোনও তদন্ত করেনি এবং বোমা বাঁধা বা বিস্ফোরণের ঘটনায় কাউকে গ্রেফতারও করেনি। মেহেরাবের পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে যে, মেহেরাবের স্ত্রীর স্বাক্ষর নিয়ে কবর দেওয়া হলেও ময়না তদন্ত বা এই বিষয়ে কিছু জানানো হয়নি তাদের। তাই মেহেরাবের পরিবারের সন্দেহ রয়েছে এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে। মেহেরাবের মৃত্যুর কারণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবং সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে মেহেরাবের পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584