নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
হাটের দিনে ভোরবেলা বাজারের পাশে থাকা পরপর চারটি দোকানের উপর দিয়ে চলে গেল মাল বোঝাই লরি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারটি দোকান। লরি ফেলে চালক পালালেও গুরুতর জখম খালাসীকে উদ্ধার করলেন স্থানীয় জনগন।
স্থানীয়দের প্রাথমিক ধারণা-চালক ঘুমিয়ে পড়ার কারণে এই ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে অনেকে ।সোমবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সোনামুই এলাকাতে হাট বসে । সেই কারণে ভোরবেলা থেকে হাটে আসা ব্যবসায়ীরা নিজেদের দোকানের মালপত্র নামাতে শুরু করেছিলেন। দোকান সাজানো শুরু করছিলেন অনেক ব্যবসায়ী।
আরও পড়ুনঃ বিষ্ণুপুরে বিজেপি কর্মী- সমর্থকদের বাড়ি ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ
হঠাৎই ভোর চারটে নাগাদ প্রচন্ড শব্দ শুনতে পায় স্থানীয় ব্যবসায়ীরা। দেখা যায় পাঁশকুড়ার দিক থেকে আগত একটি মালবোঝাই বড় লরি রাস্তার পাশে থাকা বাজারের বেশ কয়েকটি দোকানের উপর দিয়ে হুড়মুড় করে এগিয়ে যাচ্ছে। পরপর চারটি দোকান ভেঙে এগিয়ে গিয়ে লরিটি উল্টে যায়। আতঙ্কিত ব্যবসায়ীরা যে যেদিকে পারেন দৌড় লাগায় ।
পরে সকলেই ছুটে আসেন। ততক্ষণে ওই লরি থেকে চালক পালিয়েছে। স্থানীয়রা কেউ চাপা পড়ে গেল কিনা দেখতে ছুটে এসে দেখেন লরির ভেতরে কাতরাচ্ছেন খালাসী। তাকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। দেখা যায় ওই লরিটিতে তেল ও ডালডা ভর্তি ছিল।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, লরি চালক কোন কারণে ঘুমিয়ে পড়েছিল হয়ত। সেই কারণেই দুর্ঘটনা, তাই ভোরের বেলা রাস্তার পাশে থাকা সাইকেলের দোকান, জুতোর দোকান ও প্লাস্টিকের দোকান এবং সব শেষে স্টেশনারি দোকানের ওপর দিয়ে বেরিয়ে গিয়েছে লরিটি।
আরও পড়ুনঃ ডোমকলে গরুভর্তি লছিমনের ধাক্কায় মৃত্যু মহিলার, রাস্তা অবরোধ
ঘটনায় যথেষ্ট আতঙ্কিত ও হতভম্ব হয়ে যান স্থানীয়রা। ভাঙ্গা দোকানের নিচে কেউ চাপা পড়ে গিয়েছে কিনা চারদিক পরীক্ষা করে দেখেন। তবে সৌভাগ্যবশত গাড়ির খালাসী ছাড়া কারও কোনো ক্ষতি হয়নি। শুধু ভেঙে নষ্ট হয়ে গিয়েছে চারটি দোকান। ঘটনার পর সেখানে দাসপুর থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে আটক করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584