সমাজ সচেতনতা বাড়াতে ‘পরিবার বন্ধন উৎসব’ এর সূচনা

0
100

মনিরুল হক, কোচবিহারঃ

Family bond festival inauguration for Social Awareness
নিজস্ব চিত্র

দুইদিন ব্যাপী পরিবার বন্ধন উৎসব আজ থেকে শুরু হচ্ছে কোচবিহারে।কোচবিহার সদর গভর্মেন্ট বিদ্যালয়ের এই উৎসব শুরু হচ্ছে। কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে একথা জনান আয়োজক সংস্থা স্বপ্ন উড়ানের কর্নধার চন্দ্রানী ঘোষাল।

তিনি বলেন, শিল্প সংস্কৃতির জগতে নাটক একটা আলাদা মাত্রা রাখে। নাটকের মাধ্যমে সমাজ সচেতন ও মানুষের মধ্যে মূল্যবোধ জাগ্রত করা সম্ভব। তাই পরিবার বন্ধনের এই লক্ষকে নাটকের মাধ্যমে পুরণ করার এক চেষ্টা শুধু।

আরও পড়ুনঃ নারী ও শিশু পাচার রুখতে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন

এদিনের এই সাংবাদিক বৈঠকে সঞ্জয় মুখার্জী বলেন, নাট্যকার হিসাবে সমাজের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। আর তার জন্য আমরা কাজ করি। সম্প্রতি সমাজ রাজনীতির অবক্ষয়ের স্বীকার। সেই অবস্থান থেকেই মুক্তির জন্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

এই বিষয়ের ওপর দুদিন বিভিন্ন নাট্য গোষ্ঠী তাদের নাটক প্রযোজিত করবে। আয়োজক সংস্থা সূত্রে জানা গেছে, কোচবিহারের ৭ টি নাট্য দল ও রাজ্যের ১০টি নাট্য দল মিলিয়ে মোট ১৭টি নাট্যদলের দুদিন ব্যাপী উৎসবে নাটক পরিবেশিত হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here