শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কোন ব্যক্তির করোনা মৃত্যু হলে দাহ হওয়া পর্যন্ত সংক্রমণের আশঙ্কায় তার দেহ ছুঁতে পারছেন না পরিবারের লোকজন। কিন্তু দাহ হওয়ার পর প্রিয়জনের চিতাভস্মের কলস সংগ্রহ করতে যাতে অসুবিধা না হয়, তার জন্য এবার বিশেষ ব্যবস্থা নিল পুরসভা। জানানো হয়েছে, করোনায় প্রয়াতদের সৎকারের পর চিতাভস্ম সসম্মানে রাখা থাকবে শ্মশানেই। পরিবারের সদস্যরা সুবিধামতো তা সংগ্রহ করতে পারবেন। তাই এই নিয়ে পরিবারের লোকজনদের চিন্তা করা দরকার নেই।

প্রসঙ্গত, প্রথমে শুধুমাত্র ধাপার শ্মশানে করোনা মৃতদের দাহ হলেও ইদানীং মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায়
কলকাতায় ২টি শ্মশানে করোনা আক্রান্তদের দাহ করছে পুরসভা। তার মধ্যে একটি নিমতলা শ্মশান, অন্যটি ধাপার শ্মশান। করোনায় মৃতদের চিতাভস্ম যাবতীয় মর্যাদার সঙ্গে পরিবারের হাতে তুলে দিতে চায় কলকাতা পুরসভা।
আরও পড়ুনঃ সাইকেলের সাহায্যে এবার আন্দোলনের গতি বাড়ানোর লক্ষ্যমাত্রা সিপিএমের
কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের তরফে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষ বলেন, ‘আইসিএমআরের বিধি অনুসারে করোনায় মৃতদের সৎকারে অংশগ্রহণ করতে পারেন না কোনও আত্মীয়। তাই একজন পুরোহিতের তত্ত্বাবধানে সমস্ত রীতি পালন করে পুরসভাই। তার পর চিতাভস্ম কলসে সংরক্ষণ করা হয়। মৃতের স্বজনরা যে কোনও সময় তা সংগ্রহ করতে পারেন।’
মৃতের ডেথ সার্টিফিকেট ও সংগ্রহকারীর পরিচয়পত্র দেখিয়ে চিতাভস্ম সংগ্রহ করতে হবে। পরিবারের পক্ষে অন্য কেউ চিতাভস্ম সংগ্রহ করতে চাইলে তাঁকেও অনুমতিপত্র দেখাতে হবে। তারপর সেই কলস তার হাতে তুলে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584