রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ
জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে গণ্ডগোলের জেরে বোমাবাজির ঘটনায় আহত হয়েছেন ৫ জন। সোমবার সন্ধ্যার এই ঘটনাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের কান্দি থানার কুমারসন্ড পঞ্চায়েতের দুর্লভপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুর্লভপুর গ্রামের বাসিন্দা গোলাপজান সেখের সাথে ওই গ্রামেরই সরফরাজ সেখের জমির আল কেটে জল দেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে বিকেলবেলা বাদানুবাদ হয়। তারপর রাত্রি বেলায় সরফরাজ সেখ প্রায় দশ-বারো জনের দল নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ।
এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট টীম। পুলিশ বাহিনী থাকায় কিছুটা হলেও পরিবারের চোখে মুখে আতঙ্ক কমেছে। এই আক্রমণে পরিবারের চারজন ছাড়াও ওই গ্রামেরই বাসিন্দা সানিয়া খাতুন নামে এক ৫ বছরের বাচ্চার আহত হয়। আহতদের সকলকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ও বিকেলে তিনজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু গুরুতর আঘাতপ্রাপ্ত গোলাপজান সেখের বহরমপুরে চিকিৎসা চলছে কিন্তু তার ভাই হাবিল সেখের চিকিৎসার জন্য কলকাতা নীলরতন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কান্দি থানার এক শীর্ষ আধিকারিক জানান- বোমাবাজির ঘটনাতে মোট পাঁচজন আহত হয়েছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে সুনাফ সেখের চার ছেলেকে আটক করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584