সজিবুল ইসলাম,মুর্শিদাবাদঃ
গত সোমবার চোয়াপাড়া পঞ্চায়েত এলাকার দুর্লভপাড়া গ্রামের ইনামুল বিশ্বাস(৪০) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তারপর সোমবার রাতে হঠাৎ করে মৃত্যু হয় নিজ বাসভবনেই। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শেষকৃত্য সম্পন্ন করার পর পরিবারের সদস্য চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েত অফিসে এসে মৃত্যু শংসাপত্র নেওয়ার জন্য আবেদন করেন।তারপর পঞ্চায়েত প্রধান রাকিবুল ইসলাম রকির নির্দেশে একঘন্টার মধ্যে মৃত ব্যক্তির পরিবারের হাতে শংসাপত্র তুলে দেন পঞ্চায়েত প্রধান রাকিবুল ইসলাম।
মৃত ব্যক্তির পরিবারের সদস্য বলেন, এই প্রথম দেখলাম যে দিনের দিন মৃত্যু শংসাপত্র প্রদান করা হচ্ছে। তিনি জানান, সত্যি পঞ্চায়েত কর্তৃপক্ষের কাজ খুব ভালো হচ্ছে।
গ্রামের আরো একজন বলেন, চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান রাকিবুল ইসলামের মত রাজ্যের সমস্ত পঞ্চায়েত প্রধান থাকলে কাউকে কোনো কাজের জন্য ঘুরতে হবে না। যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন সেই মত কাজ করেন এই পঞ্চায়েত প্রধান সহ আধিকারিক গণ।
আরও পড়ুনঃ হিন্দু ভবঘুরের আশ্রয় মুসলিম পরিবারে, এক অনন্য নজির জলঙ্গীর সীমান্ত চরে
পঞ্চায়েত প্রধান রাকিবুল ইসলাম বলেন, ‘মৃত ইনামুল বিশ্বাস এই পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা ছিলেন। ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু হয়। মঙ্গলবার পঞ্চায়েত অফিসে আবেদন করলে সঙ্গে সঙ্গে আবেদনের ভিত্তিতে কাজ শুরু করে দেই, তারপর সেই দিনই শংসাপত্র প্রদান করা হয়। আমরা সবসময় মানুষের সেবায় নিয়োজিত যেমন ভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করে চলেছেন সেই রকম আমরা মানবের কাজ করে চলেছি। সমস্ত বিষয়ে আমরা দ্রুততার সঙ্গে কাজ করার চেষ্টা করি। আমরা আগামীতে দুয়ারে সরকার ক্যাম্পের মত ‘দুয়ারে পঞ্চায়েত’ পাড়ায় পাড়ায় করার সিদ্ধান্ত করেছি গ্রামের মানুষের নানা সুবিধার জন্য।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584