নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের সালার ব্লকের এক বৃদ্ধের রক্ত পরীক্ষা করে করোনা পজিটিভ মিলেছে৷ কলকাতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ক্যান্সার রোগের কারণে, সেখান থেকে ফিরেই করোনার লক্ষ্মণ দেখা দেয়, জেলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়।
সেখানে রক্ত পরীক্ষায় মেলে করোনা পজিটিভ। সংক্রমণের খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে পরিবারের ১৪ জনকে সালারে কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়। বৃদ্ধার দুই ছেলে যারা কলকাতায় চিকিৎসা করাতে নিয়ে গেছিলেন তাদের কলকাতায় ঠাকুরপুকুর কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আরও পড়ুনঃ বাজারে ভিড়, অপ্রয়োজনে রাস্তায় বেরনোর অপরাধে কান ধরে শাস্তি পুলিশের
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এর মধ্যে বাড়ির আশেপাশে যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের খোঁজ করা চলছে। স্বাস্থ্য দপ্তরের খবর তার চার ছেলের মধ্যে তিনজন দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করতেন তারা মাস দেড়েক আগে গ্রামে ফিরেছেন। আর এক ছেলে সৌদি আরব থেকে ফিরেছেন। এছাড়া মাঝে মাঝে কলকাতায় চিকিৎসার জন্য যেতেন এই বৃদ্ধ।
শুক্রবার দুপুরে ভরতপুর থানার পুলিশ ও প্রশাসন পরিবারের সকলকে সরকারি কোয়ারান্টাইন কেন্দ্রে জোর করে তুলে আনে। আপাতত তাদের ওপর ১৪ দিন নজরদারি চালানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584