শুভ জন্মদিন রুবেল

0
283

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

rubel | newsfront.co
রুবেল দাস

প্রথমে মেঘরাজ তারপর সিদ্ধার্থ আর এখন তিনি সঙ্গীত। যে নামেই ডাকো তাঁকে আসলে তিনি রুবেল দাস। বাংলা টেলিভিশনের পর্দায় তাঁর প্রথম আগমন ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে। এরপর কিছুদিনের ব্রেক। সাধনা চলছিল নাচের।

তারপর ‘ভানুমতীর খেল’ ধারাবাহিকে মেঘরাজের চরিত্রে তিনি কাবু করেন তরুণীকূলের হৃদয়। তাঁকে ঘিরে তাঁর ফ্যান ফলোয়ারদের উন্মাদনার ঝলক দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এহেন রুবেলের আজ জন্মদিন। কিন্তু সারাটা দিন কাটবে ‘যমুনা ঢাকি’র ফ্লোরে।

আরও পড়ুনঃ আসছে ‘দুর্গা সপ্তসতী সম্ভবামি যুগে যুগে’

আজ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলাম রুবেলকে। রুবেল জানায়- “গত রাতে ১২ টার পর পরিবারের সকলে আমার জন্মদিন সেলিব্রেট করল। কেক কাটলাম। মজা হল খুব। আজ সারাদিন শুটিঙেই থাকব। এভাবেই কাটবে আজকের দিনটা।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here