নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আজ সোমবার বহরমপুর জজ কোর্ট চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ আন্দোলনে নামলেন জেলে বন্দী থাকা আসামিদের পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য, লকডাউনের ফলে বিচার ব্যবস্থা সেই ভাবে দ্রুত গতিতে এগোচ্ছে না। জেলাশাসকের কাছে তারা আবেদন জানান যে, বিচার ব্যবস্থা দ্রুত সম্পন্ন করা হোক অথবা তাদের জামিন দেওয়া হোক। আদালতের বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়েই আজকে তাদের এই আন্দোলন।
দীর্ঘদিন ধরে জেলের ভেতরে বন্দি আছে বহু মানুষ, লকডাউনের কারণে আটকে রয়েছে বিচার। সেই বিচার এবং জামিনের আশায় জজ কোর্ট চত্বরে বিক্ষোভ আন্দোলন করে জেলে বন্দী আসামিদের পরিবারের সদস্যরা। তারা জানান, অনলাইনের মাধ্যমে হলেও বিচারব্যবস্থা দ্রুত সম্পন্ন করে আসামিদের মুক্তি দেওয়া হোক।
আরও পড়ুনঃ ত্রিপুরায় কনভয়ের সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ, গো-ব্যাক স্লোগান, ভিডিও পোস্ট করে টুইট অভিষেকের
এদিন বিক্ষোভরত এক আসামির বাবা জানান, বিচার ব্যবস্থা দ্রুত সম্পন্ন করুন আর তা নাহলে জেলেবন্দিদের জামিন দেওয়া হোক। বাবা যেন তার ছেলেকে দেখতে পায় ও ছেলে যেন তার বাবাকে দেখতে পায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584