নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
চিকিৎসকের গাফিলতিতে সদ্যোজাতের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জের এক বেসরকারি নার্সিং হোমে। প্রসূতির অবস্থাও সঙ্কটজনক বলে জানা গিয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের গ্রেফতারের দাবিতে মেডিকেল কলেজের সামনের রাস্তা অবরোধ করে রোগীর আত্মীয়রা। বুধবার বিকেলের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জের উকিলপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুনঃ থানার সামনে বিক্ষোভে শামিল সাংসদ
উত্তেজিত রোগীর আত্মীয়দের বুঝিয়ে হাসপাতালের সামনের রাস্তার অবরোধ তুলে দেয় পুলিশ৷ এরপরেও অভিযুক্ত চিকিৎসকের গ্রেফতারের দাবিতে ওই নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাতে থাকে রোগীর আত্মীয়রা।
অভিযোগ রায়গঞ্জের উকিলপাড়ার ওই বেসরকারি নার্সিংহোমে শম্পা রায় নামে এক গর্ভবতী মায়ের প্রসবের সময় চিকিৎসকের গাফিলতিতে সদ্যোজাতের মৃত্যু হয়৷
সঙ্কটজনক অবস্থায় এরপর প্রসূতি মাকে পাশের অন্য একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। ঘটনার পরেই অভিযুক্ত চিকিৎসক গা ঢাকা দেয় বলে প্রসূতির পরিবার অভিযোগ করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584