হরষিত সিংহ,মালদহঃ
কেরালায় শ্রমিকের কাজে গিয়ে বন্যায় আটকে পড়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার ভালুকাবাজার বাবুপাড়ার তিন শ্রমিক। গত দুই দিন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এমন অবস্থায় সরকারি সাহায্যের আর্জি আটকে পড়া তিন শ্রমিকের পরিবারের।যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হয়ে পড়ায় আতঙ্কে রয়েছে তিনটি পরিবার। ভয়াবহ বন্যায় লন্ডভন্ড সমগ্র কেরালা।
রাজ্যের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ।পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সহ মালদহ জেলা থেকেও বহু শ্রমিক বর্তমানে শ্রমিকের কাজে কেরালায় রয়েছেন। কাজে গিয়ে শ্রমিকেরাও আশ্রয় নিয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে।সেখানে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে আনতে রাজ্য সরকারের সাহায্যের আবেদন তুলেছেন শ্রমিকদের পরিবার। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার ভালুকাবাজার বাবু পাড়ার তিন শ্রমিক গত প্রায় নয় মাস আগে কেরালায় শ্রমিকের কাজে যায়।
পরিবার সুত্রে জানা গিয়েছে সুভাষ মালাকার,উদয় পাশওয়ান ও শঙ্কর পাশওয়ান গত কয়েক দিন ধরে আটকে রয়েছে সেখানে। প্রথমদিকে তারা ফোন মারফৎ পরিরারের লোকেদের জানায় সেখানে একটি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। কিন্তু গত দুই দিন ধরে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেনা পরিবারের সদস্যরা। এমন অবস্থায় চিন্তায় পড়েছে তিন শ্রমিকের পরিবার।তাদের বাড়ী ফিরিয়ে নিয়ে আসতে প্রশাসনের সাহায্যের আর্জি জানিয়েছেন তিনটি পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584