শিক্ষক দিবসে ‘সিডবল’ দিয়ে অভিনব বৃক্ষরোপণ মেমারিতে

0
102

অতনু ঘোষ, পূর্ব বর্ধমানঃ

আজ জাতীয় শিক্ষক দিবস । একজন মানুষের সফলতার জন্য শিক্ষকের ভূমিকা অপরিসীম। একজন আদর্শ শিক্ষক কেবলমাত্র পড়াশোনার ক্ষেত্রে নয়, তিনি ছাত্রকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন।

mans | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি তাকে শুধুমাত্র জীবনে সফল হওয়া নয়, কিভাবে একজন ভাল মানুষ হতে হয় তাও শেখাবেন। আর তা এক এক করে শেখাচ্ছে মেমারির ক্রিস্টাল মডেল ইংরেজি মাধ্যম স্কুল। স্কুলে গিয়ে দেখাগেল , প্রিন্সিপ্যাল অরুণ কান্তি নন্দী জঙ্গলের দিকে তাক করে গুলতি দিয়ে কি যেন শিকার করছেন ৷ কৌতূহল নিবারণ করতে গিয়ে জানাগেল শিক্ষক দিবস উপলক্ষে এক অভিনব কর্মসূচির অঙ্গ এটা। করোনা আবহে স্কুল ছাত্র-ছাত্রী শূন্য । অনান্য বছরের মতো এবছরের পরিস্থিতি নেই ।

man  newsfront.co
অভিনব বৃক্ষরোপন পদ্ধতি ৷ নিজস্ব চিত্র

প্রতিবছরের মতো অনেক কিছুই এখন সম্ভব হচ্ছে না। যেমন ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবসে সম্ভব হয়নি বৃক্ষ রোপনের । তাই আজকের দিনটি কে বেছে নেওয়া হয়েছে বৃক্ষ রোপনের জন্য । প্রকৃতি জানান দিচ্ছে আগামী দিনে জঙ্গল সৃষ্টি করতে না পারলে অস্তিত্বের সংকটে পড়তে হবে সমগ্র মানব জাতি কে। তাই জাপানের কৃষিবিদ, কৃষক, লেখক মাসানবু ফুকুওকারের দেখানো সিড বল পদ্ধতি অবলম্বন করে জঙ্গল সৃষ্টির পদ্ধতি , এবং তা ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে ছাত্র- ছাত্রীদের সিড বল তৈরি ও কিভাবে তা ব্যবহার করে জঙ্গল সৃষ্টি করা যাবে তা শেখানো হচ্ছে ৷

woman | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ গরিব কল্যাণ অন্ন যোজনার চাল বিক্রি করতে গিয়ে ধৃত ১

এই ‘সিড বল’ ঠিক কি?সাধারণ মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে ছোট ছোট মাটির দলাতে দু-তিনটি বীজ রেখে ছাত্র-ছাত্রীরা তৈরি করেছে এই বল। সোনাঝুরি, নিম, তেঁতুল, বেল, খেজুর, জাম বীজ রাখা হচ্ছে এই সিড বলে। এই বলই পতিত জমি,রাস্তার ধারে খেলার ছলে ছুরে বা গুলতির সাহায্য অনেক দূরে ছড়িয়ে দেবে,তারপর সেই মাটির দলা জমিতে থেকে আর্দ্রতা সংগ্রহ করে তৈরি হবে এক একটি গাছ যা দিয়ে তৈরি হবে জঙ্গল। বৃক্ষ জগতের এই বিষয়কে বিজ্ঞানের ভাষায় বলে ‘অ্যাসোসিয়েটেড সাকসেশন’ ।

আরও পড়ুনঃ মিলন মোড় রাজপাড়া থেকে তাজা বোমা উদ্ধার

তবে এই প্রক্রিয়ার সঙ্গে বর্ষার মরসুমে সামাজিক বন সৃষ্টির কোনও মিল নেই। করোনা আবহে ছাত্র- ছাত্রী রা নিজ নিজ এলাকায় খেলার ছলে এই ভাবে বনসৃজন করবে। অবশেষে কৌতূহলের নিবারণে জানা গেল, শিক্ষক মহাশয় গুলতি দিয়ে পাখি শিকার নয়, আগামী দিনে সমগ্র প্রাণীকূল যাতে প্রকৃতির ভয়াল রোষের শিকার না হয় তার আনুষ্ঠানিক সুচনা করলেন গুলতির সাহায্যে সিড বল ছোঁড়ার মধ্যে দিয়ে। যা সত্যিই আজকের জাতীয় শিক্ষক দিবসে এক পরম প্রাপ্তি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here