লোকশিল্পীদের সাহায্যকল্পে অভিনব উদ্যোগ

0
62

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

লোক সংগীত শিল্পীদের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে ‘আনহাদ ফাউন্ডেশন’-এর সহযোগিতায় ‘বিলিভ এন্টারটেইনমেন্ট’। একটি ডিজিটাল কনসার্ট সিরিজ তৈরি করে তা থেকে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হবে লোক শিল্পী এবং তাঁদের পরিবারের হাতে।

fantacy initative for loku artist on lockdown | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

খ্যাতনামা সংগীত শিল্পীরা তাঁদের বাড়িতে বসেই কনসার্ট করবেন। ভারতের লোক সংগীত সম্প্রদায়ের লোকেরা দুর্দশাগ্রস্থ গ্রামগুলিতে তালাবদ্ধ অবস্থায় রয়েছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসও তাঁরা সংগ্রহ করতে পারছেন না। সুতরাং তাঁদের করুণ অবস্থার কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Artist Relief Fund

বিশ্বব্যাপী ‘করোনা’ নামক মহামারীর সম্মুখীন আমরা। কোনও না কোনওভাবে আমরা সকলেই সমস্যার শিকার।
ভারতে এই লকডাউন, ব্যবসায় দারুণ প্রভাব ফেলেছে।

আরও পড়ুনঃ ফ্ল্যাটের বাইরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী,বাধা পুলিশের

এক হাজার টিরও বেশি ইভেন্ট বাতিল হয়েছে কিংবা পরবর্তী কয়েক মাসের জন্য স্থগিত করা হয়েছে। সংকটের প্রভাব মূলধারার পাশাপাশি স্বাধীন শিল্পী, লাইভ কনসার্ট এবং ইভেন্ট প্রোমোটাররা অনুভব করছেন। প্রত্যেকে বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে কঠোর পরিশ্রম করছেন।

প্রায় কুড়িটি মূলধারার এবং স্বাধীন, অত্যন্ত প্রতিভাবান সংগীতশিল্পী শঙ্কর মহাদেবন, অমিত ত্রিবেদী, বিশাল দাদলানি, সেলিম সুলাইমান, রঘু দীক্ষিত, হরবজন মান, পাপন, মমে খান লোকশিল্পীও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে একত্রিত হয়েছেন।

ডিজিটাল মাধ্যমে গানের এই কনসার্টটি ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছে। চলবে আগামী ৩ মে রাত ৮ টা ২০ মিনিট পর্যন্ত।

সংগীত শিল্পীরা তাঁদের পছন্দসই কিছু লোকসঙ্গীত বাড়িতে বসে পরিবেশন করছেন। প্রত্যেক শিল্পী একটি ১৫ মিনিটের ওয়েব-পর্ব করছেন। পর্বটি লোক সংগীতের প্রতি তাঁদের আবেগকে তুলে ধরছে সর্বসমক্ষে।

এই ভাবেই জনমানসের কাছে লোকশিল্পীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে। অনুষ্ঠানের লাইভ কনসার্ট দেখতে পাড়ি দিন নীচের এই দুটি লিঙ্ক-এ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here