স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিযোগিতায় মুর্শিদাবাদের ফারাক্কা থানা তৃতীয় স্থানে

0
757

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

দেশব্যাপী স্বচ্ছতা দক্ষতা এবং নির্ভরযোগ্যতার প্রশ্নে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিযোগিতায় মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানা তৃতীয় স্থান অর্জন করল।

farakka police station 3
ফারাক্কা থানা। নিজস্ব চিত্র

পশ্চিমবঙ্গের একমাত্র থানা ফারাক্কা শীর্ষস্থান অধিকার করে।গত বুধবার এই প্রতিযোগিতায় বিজয়ী থানা আধিকারিককে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই সুসংবাদটি দেওয়া হয়।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আগামী ২০ ডিসেম্বর সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তির বেদি মূলে এই পুরস্কার বিতরণ করবেন।মুর্শিদাবাদ জেলার ২৭ টি থানার মধ্যে ফারাক্কা একটি।

farakka police station
স্বচ্ছতার নিরিখেও এগিয়ে থানা। নিজস্ব চিত্র

জনসংযোগ এবং বাল্যবিবাহ প্রতিরোধে এই থানার ভূমিকা উল্লেখ যোগ্য বলে বিবেচিত হয়েছে।এ কথা জানিয়ে ফারাক্কা থানার আই.সি. উদয় শংকর ঘোষ জানালেন, “আমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে গ্রাম পরিদর্শনের কর্মসূচি নিয়েছি।এখানে আইন-শৃঙ্খলার কলা-কৌশল ব্যতীত আমরা জনগণের সাথে সরাসরি কথা বলি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে আলোচনা করে থাকি।”

farakka police station 2
নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা গিয়েছে,ভারতের কোয়ালিটি কাউন্সিল এর একটি দল গত ২ ডিসেম্বরে থানা পরিদর্শন করেন এবং টয়লেট ফেসিলিতিজ, পরিবেশগত স্বচ্ছতা এবং সৌন্দর্যায়নে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা তাঁরা নিজেরা পরিদর্শন করে যান।পরিদর্শনের দল গ্রাম বাসীদের সাথে কথা বলে জানতে চান যে তাদের সাথে পুলিশের কতটা যোগাযোগ আছে বা তারা পুলিশের প্রতি আস্থা রাখেন কিনা?

farakka police station 4
নিজস্ব চিত্র

এটি হচ্ছে পুরস্কার পাবার মাপকাঠি।জেলা পুলিশ সুপার জানিয়েছেন, “আমরা এখনো নিয়মমাফিক চিঠি পাইনি তবে সেটা পেয়ে গেলে আমরা প্রতিনিধি পাঠাবো সে গিয়ে পুরস্কার নিয়ে আসবে।”

আরও পড়ুনঃ বারুইপাড়া নবীন সংঘের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here