নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
মঙ্গলবার ফারাক্কা ব্লকে শুরু হল পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার কর্মসূচি । বেওয়া এক নম্বর গ্রামপঞ্চায়েতের সামনে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন ফারাক্কার বিডিও রাজর্ষি চক্রবর্তী।

এদিন দুয়ারে সরকার কর্মসূচিতে ১০০ দিনের কাজ, স্বাস্থ্য সাথী, তপশিলিজাতি, উপজাতি ও সার্টিফিকেট প্রদান, জয় জোহর, তপশিলি বন্ধু, খাদ্য সাথী রেশন কার্ড সংশোধন, শিক্ষাশ্রী স্কলারশিপ, ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু প্রভৃতি প্রকল্পগুলির সুযোগ সাধারণ মানুষ খুব সহজে পাওয়ার জন্য আবেদন জানান।

রাজ্য সরকারের সমস্ত সুযোগ সুবিধা সহজে মেলার জন্য জনগনের দুয়ারে রাজ্য সরকারের এই ভুমিকায় খুব খুশি সাধারণ মানুষ ।
আরও পড়ুনঃ অভিনব প্রচার আলিপুরদুয়ারে,’চলুন মাষ্টার মশাই ঘুরি বাড়ি বাড়ি ‘
এই প্রসঙ্গে ফারাক্কার বিডিও রাজর্ষি চক্রবর্তী জানান, দুয়ারে সরকার কর্মসূচি সফল রূপায়ণে ফারাক্কা ব্লকের নয়টি গ্রামপঞ্চায়েতে শিবির তৈরি করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584