নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার একমাত্র মডেল মাদ্রাসা কেশপুরের মহিষাগেড়্যা এ এম এ হাই মাদ্রাসা (উঃ মাঃ)এর দশম ও দ্বাদশ শ্রেণির বিদায় সম্বর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ মাদ্রাসা প্রাঙ্গণে।
প্রতি বছরের মতো এবছরেও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে হাজির হয় মাদ্রাসার ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক অলিপ কুমার ঘোষ।
উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালন কমিটির সভাপতি সাহাজুদ্দিন খান ও সম্পাদক সেখ সিরাজুদ্দিন। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এক মণোরঞ্জণ প্রতিযোগিতা যেমন খুশি সাজো অনুষ্ঠিত হয়। ২০১৯-২০ শিক্ষাবর্ষে হাই মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা ৮৫ ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১০২ জন।
এছাড়াও একই মঞ্চে ২০১৯ সালে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রথম স্থানাধিকারী পড়ুয়াদের একটি বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়। পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584