মেয়াদ শেষ,বহরমপুর চালাবে প্রশাসক

0
622

রিচা দত্ত,বহরমপুরঃ

নির্বাচিত কাউন্সিলরদের মেয়াদ উর্ত্তীণ বৃহস্পতিবার।এদিন দুপুরে টানা সাড়ে ষোল বছরের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে প্রশাসকের হাতে শহরের শাসনভার তুলে দেন পুর প্রধান নীলরতন আঢ্য।

nilratan adhya
পুর প্রধান নীলরতন আঢ্য।নিজস্ব চিত্র

দায়িত্বভার গ্রহন করলেন বহরমপুর মহকুমা শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায়। বহরমপুর মহকুমা শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায় জানান যে, সরকারি নিয়মরীতি মেনেই তিনি এই পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন।

nilratan adhya 2
দীপাঞ্জন মুখোপাধ্যায় ও নীলরতন আঢ্য।নিজস্ব চিত্র

দৈনন্দিন নাগরিক পরিষেবা শহরের মানুষ যাতে পায় সেটা দেখা তার দায়িত্ব এবং কর্তব্য।তিনি বলেন তাদের মূল লক্ষ্য শহরের মানুষ যেন পরিষেবা থেকে বঞ্চিত না হয়।বহরমপুর পুরসভার বিদায়ী পুর প্রধান নীলরতন আঢ্য বংশ পরম্পরায় অবিচ্ছেদ্য এই পৌরসভা সাথে যুক্ত।

municipality
নিজস্ব চিত্র

১৯৮১ সালে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন তারপর প্রায় চার দশক তিনি কাউন্সিলর থেকেছেন বৃহস্পতিবার দুপুর ২টোয় সেই সম্পর্কে ছেদ পড়ল তার।

নির্বাচিত কাউন্সিলদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং নতুন করে নির্বাচন না হওয়ায় বহরমপুর মহকুমাশাসক দীপাঞ্জন মুখোপাধ্যায়কে বহরমপুর পুরসভার দায়িত্ব তুলে দিলেন বিদায়ী পুরপ্রধান নীলরতন আঢ্য।এদিন পৌরসভার প্রাঙ্গণে ২৮জন কাউন্সিলারের জন্য বিদায়ী অনুষ্ঠান হয়।

farewell of nilratan adhya
বিদায় সংবর্ধনা।নিজস্ব চিত্র

বিদায়ী পুরপ্রধান ও বিদায়ী কাউন্সিলরদের ফুলের তোড়া এবং মোমেন্ট দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় এদিন। নীলরতন আঢ্য এদিন বলেন কাউন্সিলর নির্বাচিত হন ১৯৮১ সালে।তিনি প্রথম উপ-পুরপ্রধান হন ১৯৯৮ সালে।টানা ৩৯ বছরের কাউন্সিলর নীলরতন বাবু কখনও নির্বাচনে হারেন নি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ছাড়াও অন্যান্য কাউন্সিলারগন এবং পৌরসভার কর্মচারী বৃন্দ।

আরও পড়ুনঃ যুবনেতা নিশীথ প্রামাণিককে দলে ফেরানোর দাবিতে মিছিল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here