অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

0
679

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Farewell of two retired teacher
নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার খেলাড় গজেন্দ্র হাইস্কুল বিদায় জানালো দুই কৃতি ও জনপ্রিয় শিক্ষককে।অবসর নিলেন খড়গপুর গ্রামীণ থানা এলাকার খেলাড় গজেন্দ্র হাইস্কুলের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্র জানা ও সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার পাল।

Farewell of two retired teacher
দুই বিদায়ী শিক্ষক। নিজস্ব চিত্র

শনিবার এই উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী দুই শিক্ষককে বিদায় জানানো হলো বিদ্যালয়ের পক্ষ থেকে।আবৃত্তি,সঙ্গীত, নৃত্য,আলোচনায় অংশ নিলেন বিদ্যালয়ের শিক্ষক,পরিচালন সমিতির সদস্যগণ ও বিদ‍্যালয়ের ছাত্র-ছাত্রীরা।এই অনুষ্ঠানে বক্তব্য রাখাতে গিয়ে বিদ‍্যালয়ের উন্নতিকল্পে ৫০ হাজার টাকা দান করার কথা ঘোষণা করলেন বিদায়ী সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার পাল। অন‍্যদিকে নিজের বক্তব্যে বিদায়ী প্রধান শিক্ষক সমরেন্দ্র জানা আগামী দিনে বিদ্যালয়ের উন্নতিকল্পে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিলেন। জনপ্রিয় এই দুই শিক্ষক বিদায়ী অনুষ্ঠান বিদ্যালয়ের বেশ কিছু প্রাক্তন ছাত্র-ছাত্রী ও এলাকার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ‍্যালয়ের পরিবেশ হয়ে ওঠে আবেগঘন।

আরও পড়ুনঃ চোখের জলে শেষ বিদায় প্রিয় ডাক্তারবাবুকে

Farewell of two retired teacher
নিজস্ব চিত্র

উল্লেখ্য প্রধান শিক্ষক সমরেন্দ্র জানা ও সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার পাল ছিলেন যথাক্রমে পদার্থ বিদ্যা ও বাংলা বিষয়ের কৃতি শিক্ষক।অনুষ্ঠানের পর আবেগপ্রবণ কিছু মুহূর্ত থাকলো স্মৃতিতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here