সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
শুক্রবার সকাল দশটার সময় এসডিও সুজিত কুমার রায়,বিডিও শোভন দাস ও প্রধান অনিরুদ্ধ ইসলাম এর উপস্থিতে হাসপাতালে আগের মত নিয়মিত ভাবে ডাক্তার সহ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে পুনরায় চালু করা হলো এই হাসপাতাল। একাধিক আন্দোলন ,ডেপুটেশন সহ রাস্তা অবরোধ ও করেছেন এলাকা বাসী।তার পরেও কোনো সুরাহা মেলেনি। জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী গত ২২ মে পাকুড় দেয়ার মালটা লেবুর চাষ পরিদর্শন করতে আসেন । তখন স্থানীয় মানুষ ও জনপ্রতিনিধিরা সেই হাসপাতালের কথা তুলে ধরে পরিদর্শনের জন্য আবেদন জানান। তিনি পরিদর্শন করে কথা দিয়ে যান যে খুব তাড়াতাড়ি আগের মত পরিস্থিতি ফিরবে, ডাক্তার থাকবেন ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে।
সেই মত শুক্রবার ডাক্তারকে সঙ্গে নিয়ে হাজির হয়ে যান,এসডিও সুজিত কুমার রায়, বিডিও শোভন দাস সহ অন্য আধিকারিক গণ। মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের ফরিদপুর অঞ্চলের পাকুড় দেয়ার অবস্থিত এই উপস্বাস্থ্য কেন্দ্রটি।যখন চালু হয় তখন অনেক ডাক্তার থাকতেন ।এলাকার মানুষের অনেক সুবিধা হত।কিন্তু সেটা বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের চিকিৎসা পরিষেবা নিতে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত সাদি খাঁন দেয়ার গ্রামীণ হাসপাতাল অথবা সুদূর ডোমকল মহকুমা হাসপাতালে যেতে হয়।
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় পঞ্চম মুর্শিদাবাদ জেলার বহরমপুরের শুভ্র দত্ত
এই হাসপাতাল পুনরায় চালু হওয়ায় অনেক উপকৃত হবে এলাকার মানুষ। বিডিও শোভন দাস বলেন মানুষের সমস্যার কথা মাথায় রেখে জেলাশাসকের নির্দেশে পুনরায় চালু করা হলো। প্রধান অনিরুদ্ধ ইসলাম বলেন আমরা খুবই খুশি আবারও হাসপাতালটি মানুষের কাজে লাগছে। সরকারি আধিকারিকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট মহল থেকে সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584