শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
কৃষি আইন প্রত্যাহার প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করে দলকেই বেকায়দায় ফেললেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। গত শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে, বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে কৃষকদের ফের চাষের ক্ষেতে ফেরার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ঘোষণার পরে কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত সাফ জানান সংসদে আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত জারি থাকবে আন্দোলন। এরই মাঝে বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের এক বেফাঁস মন্তব্য ঘিরে শুরু হয়ে গেল ফের রাজনৈতিক চাপানোতর। সাক্ষী মহারাজ এদিন বলেন, বিল আসে, আবার বাতিলও হয়। সেগুলি ফিরেও আসতে পারে, সেগুলি নতুন করে প্রণয়নও হতে পারে। বিরোধীরা বলেছিলেন, আসন্ন উত্তর প্রদেশ ও পাঞ্জাব বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রের। সেকথাও আজ নস্যাৎ করে দেন বিজেপি সাংসদ। সাক্ষী মহারাজ বলেন, উত্তর প্রদেশে প্রধানমন্ত্রী মোদি ও মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে কেউ টক্কর দিতে পারবে না। রাজ্যে যোগীর জনপ্রিয়তা অব্যাহত রয়েছে।
আরও পড়ুনঃ ২৪-এ বিজেপিকে ঠেকাতে তৃণমূলের সঙ্গে জোটেও আপত্তি নেই লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্যের
সাক্ষী মহারাজের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে সমাজবাদী পার্টি (সপা)। তাঁদের সাফ বক্তব্য, বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ বলছেন, কৃষি বিল ফের ফিরিয়ে আনতে পারে বিজেপি সরকার। কৃষকদের কাছে মিথ্যে ক্ষমাপ্রার্থীদের এটাই হল আসল রূপ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584