২৪-এ বিজেপিকে ঠেকাতে তৃণমূলের সঙ্গে জোটেও আপত্তি নেই লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্যের

0
93

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে সর্বাত্মক বিরোধী জোট চাইছেন সিপিআইএমএল লিবারেশন-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। বিরোধী ঐক্য গড়ে তুলতে তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নেওয়ার পক্ষেই সওয়াল করলেন লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্য।

CPIML TMC Alliance
মমতা বন্দ্যোপাধ্যায়-দীপঙ্কর ভট্টাচার্য

দীপঙ্কর ভট্টাচার্য-এর সাফ কথা, বিজেপিই একমাত্র রাজনৈতিক শত্রু। এই সরকার দেশের জন্য বিপর্যয়। কাজেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করতেই হবে এবং তার জন্য প্রয়োজন ‘সর্বাত্মক বিরোধী ঐক্য’। এবং এ প্রসঙ্গেই তিনি বলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় একজন শক্তিশালী নেতা। তৃণমূল একটা শক্তিশালী দল। কাজেই বিরোধী জোটে তাদের ভূমিকা অনস্বীকার্য। একই সাথে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসাও করেন তিনি। উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমোর ঝুঁকি নেওয়ার প্রবণতার কথাও এদিন বলেন দীপঙ্কর বাবু এবং মমতার এই গুণটিরও বিশেষভাবে প্রশংসা করেন এই বাম নেতা।

আরও পড়ুনঃ প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়ের শনিবাসরীয় টুইটে জমে উঠেছে রাজ্য রাজনীতির সপ্তাহান্ত

তবে গোয়া, ত্রিপুরা, অসম, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে তৃণমূলের সংগঠন গড়ে তোলার যে চেষ্টা তৃণমূল চালাচ্ছে তা কিছুটা কটাক্ষই করেন লিবারেশনের শীর্ষ নেতা। কিন্তু এ রাজ্যে তৃণমূল যে বিপুল ক্ষমতাশালী দল সে কথাও বলেন দীপঙ্কর। তিনি বলেন, ‘‘আমার কাছে তৃণমূল সর্বভারতীয় দল না হলেও, পশ্চিমবাংলায় যেটা করছে সেটা যথেষ্ট। এরপরে ত্রিপুরা বা অসমে কিছু হলে সেটা বাড়তি। তৃণমূল গুরুত্বপূর্ণ দল। তাই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ওদের সঙ্গে জোট বাঁধতে আমাদের কোনও আপত্তি নেই।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here