মনিরুল হক, কোচবিহারঃ
রাজ্য সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে কৃষক বন্ধু প্রকল্প দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার মাথাভাঙা মহকুমার কৃষি আধিকারিকের করণে কৃষক বন্ধু প্রকল্পের চেক বিতরণ করা হয়। এদিন মাথাভাঙ্গা ১ নং ও ২ নং ব্লকের মোট ২৮ জন কৃষক বন্ধু প্রকল্পের অধীন ব্যক্তিদের চেক বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাথাভাঙার মহকুমা শাসক জীতেন যাদব, মাথাভাঙ্গা মহকুমা কৃষি আধিকারিক অশোক কুমার দে, শীতলকুচি ব্লক কৃষি আধিকারিক প্রদীপ্ত ভৌমিক, মাথাভাঙা ব্লক কৃষি আধিকারিক দেবযানী হালদার সহ অন্যান্য আধিকারিকরা।
এবিষয়ে মাথাভাঙ্গা মহকুমার সহ কৃষি অধিকর্তার অশোক কুমার দে বলেন, রাজ্য সরকারের অর্থানুকূল্যে এই অর্থ প্রদান করা হচ্ছে। কোন কৃষক যদি ১৮ থেকে ৬০ বছরের মধ্যে মারা যান তাহলে ওই পরিবারের সদস্যদের এককালীন ২ লক্ষ টাকা প্রদান করা হয়। এখনও পর্যন্ত মোট ৫৯ জন ব্যক্তি কৃষক বন্ধুর চেয়ে পেয়েছেন।
আরও পড়ুনঃরঘুনাথগঞ্জে ‘নিজগৃহ নিজভূমি প্রকল্প’-এ পাট্টা বিতরন কর্মসূচি
এদিন মহকুমা শাসক জীতেন যাদব বলেন, এই কর্মসূচীর মধ্য দিয়ে সেই কৃষকের পরিবার যাতে স্বনির্ভর হতে পারে তার জন্য এই উদ্যোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584