প্রকৃতির মার, অন্যদিকে লকডাউনে সমস্যায় জেরবার বোরো চাষিরা

0
34

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

একে অসময়ে দফায় দফায় বৈশাখী দাপটের জেরে নামছে বৃষ্টি। সেই বৃষ্টির সাথে মিশে থাকছে শিল। যদিও করোনার এই তীব্র দাবদাহে গোটা রাজ্য যখন ফুটছে, সেই সময় এই শিলার শিতল বৃষ্টি হলে মন্দ হয় না। কিন্তু নিজেদের প্রাণ বাঁচাতে গিয়ে, বৃষ্টি আর মারণ ভাইরাস এই দু’য়ে মিলে বিপদ হয়ে এসেছে বোরো ধান চাষিদের ঘরে।

paddy crop | newsfront.co
ধান হাতে চাষি। নিজস্ব চিত্র

পাশাপাশি প্রকৃতি ও করোনা মোকাবিলা কীভাবে করা যাবে, তা ভেবেই কূল পাচ্ছেন না তাঁরা। যদিও ধান চাষিরা জানাচ্ছেন, এমন পরিস্থিতি চলতে থাকলে এবার মাঠের ধান মাঠেই ফেলে আসতে হবে তাঁদের। তবে চাষিদের এহেন আর্তনাদের বিষয়টির উদ্বেগে রেখেছে জেলা কৃষি দফতর।

আরও পড়ুনঃ গাছ কাটাকে কেন্দ্র করে তৃণমূল – বিজেপি সংঘর্ষ

পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় যন্ত্রের উপরেই চাষিদের ভরসা করার নিদান দিচ্ছে দফতর। যদিও এ বছর চাষ চলাকালীন মাঝে মধ্যেই বৃষ্টি হয়েছে। শুধু তাই নয় মঙ্গলবার যে শিলাবৃষ্টি হয়েছে, তাতে চাষ করা ধানের প্রচুর ক্ষতি হয়েছে। এর উপর এখন আবার ধান কাটার সময় চলে এসেছে। তবে সময় এলে কি হবে, লকডাউনের জেরে বাইরে থেকে ভিন রাজ্যের শ্রমিকরা কেউই আসছে না। তাই সে কারণেই এ বছর জমির ধান নিজেরাই কাটবে বলে জানিয়েছেন চাষিরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here