কৃষক সেতুর মেরামতি শুরু,যানজটের আশঙ্কা

0
67

সুদীপ পাল,বর্ধমানঃ

farmer bridge repair start
নিজস্ব চিত্র

দামোদর নদের উপর কৃষক সেতুর একটি লেন পুরোপুরি বন্ধ রেখে ‘এক্সপানশন জয়েন্ট’-এর কাজ শুরু হচ্ছে এবার।রায়না-১ ও ২, খণ্ডঘোষের বিডিও, বর্ধমান সদর এসডিপিও, ডিএসপি (ট্রাফিক), খণ্ডঘোষের বিধায়ক সহ রাইস মিল মালিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয়।

কৃষক সেতুতে দু’মাস ধরে একটি লেন বন্ধ করে কাজ হবে।কিন্তু আশঙ্কা বর্ধমান থেকে দক্ষিণ দামোদরগামী তিনশো বাস চলাচল করে।তাছাড়া হুগলি জেলার সাথে দুই বর্ধমানের যোগাযোগের অন্যতম প্রধান সেতু এটি।তাই বাসের সাথে সাথে পণ্যবাহী গাড়িরও চাপ থাকে ব্যাপক।

আরও পড়ুন: নিত্য যানজটে নাজেহাল বুদবুদ বাজার

প্রশাসন এই চাপ কিভাবে মোকাবিলা করবে তা দেখার।আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সে দিক থেকে পরীক্ষার্থীরা আশঙ্কা করছে, যদি কৃষক সেতুতে ব্যাপক জ্যাম হয় তাহলে পরীক্ষা হলে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারবে কিনা।জেলাশাসক এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিলেন।সুতরাং মানুষ সচেতন থাকবে এটাই স্বাভাবিক মনে করছেন স্থানীয়রা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here