শিয়রে পুজো পদ্ম সংগ্রহে ব্যস্ত চাষিরা

0
69

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

farmer collecting lotus for puja | newsfront.co
নিজস্ব চিত্র

হাতে গোনা আর মাত্র সাতটা দিন। তার পরই দেবী আরাধনায় মেতে উঠবে সকলে। পদ্ম ছাড়া কিন্তু অসম্পূর্ণ মায়ের পুজো। সেই পুজো উপলক্ষে জীবন বিপন্ন করে পদ্ম তুলতে ব্যস্ত উত্তর দিনাজপুর জেলার চাষীরা।

farmer collecting lotus for puja | newsfront.co
পদ্ম সংগ্রহে ব্যস্ত চাষি। নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ, রায়গঞ্জ , হেমতাবাদ সহ বিভিন্ন জায়গায় তাই এখন পদ্ম তুলতে ব্যস্ততা চাষীরা। ভোর হওয়ার আগেই ছোট্ট ডিঙা নিয়ে বেরিয়ে পড়ছেন তাঁরা।

farmer collecting lotus for puja | newsfront.co
ফুটন্ত পদ্ম। নিজস্ব চিত্র

কথিত আছে পদ্ম না পেয়ে নিজের চোখ দান করতে চেয়েছিলেন রামচন্দ্র। দুর্গা আরাধনায় এতটাই গুরুত্ব পদ্মের। শরতের ঝলমলে আকাশ। চারদিকে পুজো গন্ধ। দেবী বোধনের মাত্র কয়েকটা দিন বাকি। অষ্টমীর দিন ১০৮টি পদ্মফুল না হলে সম্পন্ন হবে না পুজো। পদ্মের যোগান ঠিক রাখতে এখন চরম ব্যস্ততা।

আরও পড়ুনঃ মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটিকে ত্রিশ হাজার টাকা সরকারি অনুদান বাঁকুড়ায়

পদ্মচাষ শুরু হয় আষাঢ়ের শেষে। আশ্বিনের গোড়ায় ফুল তুলতে শুরু করেন চাষীরা। ভোররাতে সাপখোপ, বিষাক্ত কীটের কামড় উপে্ক্ষা করে ছোট্ট ডিঙা নিয়ে ভেসে পড়েন। পদ্ম তুলে পরিস্কার করে বিক্রি করেন বিভিন্ন হাটে বাজারে। সেখান থেকে পদ্ম চলে যায় রাজ্যের বিভিন্ন প্রান্তের হিমঘরে। বর্ষা ভাল হওয়ায় এবার পদ্মের যোগানও ভাল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here