কৃষি জমিতে কর্মরত অবস্থায় বজ্রপাতে মৃত চাষী

0
128

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Farmer dead on flashing at Agriculture field
মৃত রাম মান্ডি।নিজস্ব চিত্র

বাজ পড়ে মৃত্যু হল এক চাষির।নাম রাম মান্ডি (৫০) ।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার গগনেশ্বরে।প্রকৃতির খামখেয়ালি দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে।শীত প্রায় চলে গেছে ,তবে গরমও সেই ভাবে পড়েনি তার মাঝেই রোদ বৃষ্টির খেলা।

গত কয়েকদিন ধরে সকালের দিকে আবহাওয়া পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলেও বিকেল থেকেই হঠাৎ মেঘের আবির্ভাব ঘটে।এই ভাবেই জেলার বিভিন্ন অংশের সঙ্গে কেশিয়াড়ি, নারায়ণগড় , দাঁতন ব্লকেও রবিবার রাতভর ঝড়-বৃষ্টি বজ্রপাতের পরে সোমবার সকাল পর্যন্ত দুর্যোগ অব্যাহত ,আর সেই দুর্যোগে বলি হলেন এক চাষী।

আরও পড়ুনঃ চন্দ্রকোনায় বজ্রপাতে মৃত দুই

সোমবার সকাল সাড়ে নটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার গগনেশ্বর গ্রামে বোরো চাষের জমিতে কীটনাশক প্রয়োগ করতে গেছিলেন রাম মান্ডি (৫০)।অল্প বিস্তর বৃষ্টি ও সেই সময় হয়েছিল।হঠাৎ মাঠের মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়েন তিনি ।

পাশাপাশি চাষের জমিতে কাজ করা কৃষকেরা ও স্থানীয় লোকেরা ঘটনাস্থলে ছুটে আসেন।পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here