পেঁয়াজের চারা বিক্রি বৃদ্ধিতে চাষাবাদে নতুন দিগন্ত দেখছেন কৃষকসমাজ

0
68

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পেঁয়াজের চারা অর্থনীতি বদলে দিয়েছে চন্দ্রকোণা রোডের নবকোলা গ্রামে। পেঁয়াজ চারা বিক্রি করে এই এলাকার চাষিরা এখন লক্ষ লক্ষ টাকা আয় করছেন। কুইন্ট্যাল কুইন্ট্যাল পেঁয়াজের চারা চাষিরা হাটে নিয়ে যাচ্ছেন, আর তা কয়েক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে।

farmer earning | newsfront.co
পেঁয়াজ চারা চাষ। নিজস্ব চিত্র

গতবারের থেকে তিনগুণ বা তারও বেশি দামে এবার পেঁয়াজের চারা বিকোচ্ছে। আয় বেড়ে যাওয়ায় বেজায় খুশি হয়েছেন চাষিরা। অনেকেই আগামী বছর আরও বেশি জমিতে পেঁয়াজের চারা লাগানোর পরিকল্পনা করছেন। এমনকী গ্রামে এসেও অনেকে জমি থেকে চারা কিনে নিয়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ ‘মৌনিবাবা’ বনাম ’৫৬ ইঞ্চি’, সিমলার জনসমাবেশে কংগ্রেসকে কটাক্ষ শাহের

এ বিষয়ে চাষিদের বক্তব্য, দাম বৃদ্ধির জেরে এবার যাঁর জমি রয়েছে, তিনিই পেঁয়াজ চাষ করছেন। তাই চারার চাহিদা হঠাৎ বেড়ে গিয়েছে। শুধু পশ্চিম মেদিনীপুর জেলা নয়, ঝাড়গ্রামের লালগড়, বেলপাহাড়ির মানুষও পেঁয়াজ চারা কিনতে হাটে আসছেন।

নবকোলা গ্রামের চাষিরা বহু বছর ধরেই জমিতে পেঁয়াজের চারা তৈরি করেন। যদিও এবার বুলবুলের কারণে অধিকাংশ চাষিকে দু’বার করে চারা বুনতে হয়েছে। ফলে কিছুটা লোকসান হয়েছে তাঁদের। কিন্তু, পেঁয়াজ চারার চড়া বাজারদর চাষিদের সব ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ এনআরসি-সিএএ বাতিলের দাবিতে সরব জেলার শিক্ষক সংগঠন

গোদাপিয়াশাল, শালবনী, পিড়াকাটা, গোয়ালতোড়, চন্দ্রকোণা রোড, আমলাশুলি, ঝাঁকরা, ক্ষিরপাই হাটে এই গ্রামের চাষিরা পেঁয়াজের চারা নিয়ে গিয়ে বিক্রি করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here