সুদীপ পাল, বর্ধমানঃ
গতকালের মতো আজও জেলা জুড়ে ঘন কুয়াশার চাদর ও হাড় কাঁপানো ঠান্ডায় জুবুথুবু হয়ে রয়েছেন বর্ধমান জেলার বাসিন্দারা।
জানা গিয়েছে, ভোর থেকে জেলা জুড়ে এত ঘন কুয়াশা পড়েছে যে পাঁচ ফুট দূরের জিনিস স্পষ্ট দেখা যাচ্ছে না। সূর্যের দেখা মেলাও ভার। সাথে বইছে উত্তুরে হাওয়া। জেলার তাপমাত্রা ৮-৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে।
আরও পড়ুনঃ ‘বিজয় দিবস’ হিসাবে বর্ধমানে প্রথম আদিবাসী বইমেলার আয়োজন
তবে শীতকালীন এই আবহাওয়া সবজির পক্ষে খুবই ভাল। তাই কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, আবহাওয়া এমন থাকলে এবং তা দীর্ঘায়িত হলে আলু, পেঁয়াজের ও অন্যান্য সবজি চাষের ফলন বেশ ভাল হবে। তবে যদি মেঘলা আবহাওয়ার সাথে হালকা বৃষ্টি হয় তাহলে চাষে ক্ষতির সম্ভাবনা থেকেই যাবে।
পূর্ব বর্ধমানে এবার প্রায় চার হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। এই রকম আবহাওয়া থাকলে পেঁয়াজের ফলনও ভাল হবে। পাশাপাশি পেঁয়াজের উর্ধ্বমুখী দাম অনেকটাই কমবে বলে আশা জেলাবাসীর। শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে অন্যান্য ফলনও ভাল হবে বলে আশা প্রকাশ করছেন চাষিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584