এবার লক্ষ্ণৌ প্রতিরোধ র‍্যালি

0
163

মীর রাকেশ রৌশান,নিউজফ্রন্ট : নাসিক টু মুম্বাই লং মার্চ সাফল্যের পর বামেরা উজ্জীবিত। কৃষক অসন্তোষকে হাতিয়ার করে আরও বেশি করে প্রান্তিক মানুষের কাছে পৌঁছতে চাইছে সি পি আই এম এর কৃষক ফ্রন্ট সারা ভারত কৃষক সভা। ১৫ই মার্চ কৃষক সভার উত্তর প্রদেশ ইউনিট ডাক দিয়েছে “লক্ষ্ণৌ চলো” প্রতিরোধ র‍্যালি।

মুম্বাইয়ে

স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে উৎপাদন খরচের দেড়গুণ ফসলের দাম। সমস্ত কৃষি ঋণ মকুব। বিদ্যুৎ বিল বৃদ্ধি ও বিদ্যুতের বেসরকারিকরণ বন্ধের দাবীতে এই প্রতিরোধ র‍্যালির ডাক দিয়েছে কৃষক সভা। লক্ষ্ণৌর প্রতিরোধ র‍্যালিতে উপস্থিত থাকার কথা সংগঠনের সর্বভারতীয় সভাপতি অশোক ধাবলে, সর্বভারতীয় সম্পাদক হান্নান মোল্লা, সুভাষিণী অলি, রাজ্য সম্পাদক নন্দকিশোর শুক্লার।

 

উপনির্বাচনে পরাজয়ের পর যোগী সরকার হঠাৎ করেই প্রতিরোধ র‍্যালির অনুমতি বাতিল করেছে। যদিও উদ্যোক্তারা জানিয়েছেন প্রতিরোধ র‍্যালি কর্মসূচী হবেই। অনুমতি ছাড়াই হবে। এখন দেখার সরকার বল প্রয়োগ করে আন্দোলন দমন করে কিনা। অন্য দিকে মুম্বাই যাত্রার পরে বামেরা গেরুয়া রাজ্যে কতটা সফল হতে পারে। কতটা দাগ কাটতে পারে। তবে একথা বলাই যায় সি পি আই এম এর সাম্প্রতিক কৃষক আন্দোলন মোদী সরকারকে চাপে ফেলেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here